বাংলায় ভোটের কাউন্টডাউন কি শুরু? বৃহস্পতিবার রাতেই কলকাতায় কমিশনের বিশেষ টিম, তুঙ্গে জল্পনা

Published on:

Published on:

Buzz Over Poll Dates After Election Commission Team Reaches Kolkata
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর আগে রাজ্যে কি শুরু হয়ে গেল ভোটের প্রস্তুতি? বৃহস্পতিবার রাতে হঠাৎই কলকাতায় এলেন নির্বাচন কমিশনের (Election Commission) আরও এক প্রতিনিধি দল। আর তাতেই ভোটের দিনক্ষণ ঘোষণা নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে।

দ্রুত ভোটের প্রস্তুতি সেরে নিতে চাইছে কমিশন (Election Commission)?

বৃহস্পতিবার রাতেই কলকাতায় পৌঁছেছেন নির্বাচন কমিশনের সচিব মধুসূদন গুপ্ত এবং ECIL-এর সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার পি.সি. মণ্ডল। শুক্রবার তাঁদের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে। সূত্রের খবর রাজ্যের সব জেলার জেলা নির্বাচনী আধিকারিকরাও থাকবেন সেই বৈঠকে। আজ থেকেই শুরু হয়েছে ইভিএম-এর প্রথম ধাপের চেকিং বা ফার্স্ট লেভেল চেকিংয়ের প্রশিক্ষণ। ফলে অনেকে মনে করছেন, কমিশন (Election Commission) হয়তো দ্রুতই ভোটের প্রস্তুতি সেরে নিতে চাইছে।

আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে ইভিএম পরীক্ষা, প্রযুক্তিগত প্রস্তুতি ও নিরাপত্তা, সব বিষয়েই বিস্তারিত আলোচনা হবে শুক্রবারের সভায়। অন্যদিকে নবান্ন সূত্রে জানা গেছে, শনিবার আবার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্য সচিব। ফলে জল্পনা বাড়ছে এসআইআর শেষ হতেই কি ভোটের দিন ঘোষণা হবে?

এবার এসআইআর নিয়ে কমিশন (Election Commission) খুবই কড়া। বাংলায় ভুয়ো আর মৃত ভোটার চিহ্নিত করতে প্রথমবার AI ব্যবহার হচ্ছে। ভোটারদের ছবি মিলিয়ে দেখে এক ব্যক্তির নাম একাধিক জায়গায় আছে কি না তা ধরবে এই প্রযুক্তি। এতে দ্রুত ভুয়ো ভোটার ধরা পড়বে বলে মনে করছে কমিশন।

কমিশন (Election Commission) আগেই বলে দিয়েছে এসআইআর-এ ভুল হলে কাউকে ছাড়া হবে না। বুথের BLO ভুল করলে তিনিই দায়ী থাকবেন। প্রয়োজনে ইআরও, জেলা নির্বাচনী আধিকারিক, এমনকি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারে কমিশন।

Buzz Over Poll Dates After Election Commission Team Reaches Kolkata

আরও পড়ুনঃ তালিকা সংশোধনে ঢিলেমি? দলকে কড়া বার্তা দিতে সোমবার বৈঠকের ডাক দিলেন অভিষেক

সব মিলিয়ে স্পষ্ট কমিশন (Election Commission) এবার সম্পূর্ণ স্বচ্ছ ভোটার তালিকা চাইছে। আর এমন সময়ে কমিশনের নতুন টিমের কলকাতায় আসা ঘিরেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে ভোটের দিনক্ষণ কি খুব শিগগিরই ঘোষণা হতে চলেছে কিনা তাই নিয়ে। সবাই এখন কমিশনের পরবর্তী নির্দেশের দিকেই তাকিয়ে।