বাংলা হান্ট ডেস্ক: ভারত (India National Cricket Team) এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরু হতে চলা দ্বিতীয় টেস্ট ম্যাচের আগেই এবার বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিলকে টিম ম্যানেজমেন্ট রিলিজ করেছে। মূলত, কলকাতা টেস্টে চোটের সম্মুখীন হওয়া গিলের দ্বিতীয় টেস্ট মিস করা এখন প্রায় নিশ্চিত। তাঁর স্থলাভিষিক্ত হবেন ঋষভ পন্থ। এই প্রথমবারের মতো পন্থ কোনও টেস্ট ম্যাচে ভারতের অধিনায়কত্ব করবেন।
ভারতের (India National Cricket Team) হয়ে অধিনায়কত্ব করবেন পন্থ:
জানিয়ে রাখি যে, কলকাতা টেস্টে ভারতের প্রথম ইনিংসের সময়ে শট খেলার সময়ে গিলের ঘাড়ে চোট লাগে। তারপর তিনি মাঠ ছাড়েন। এমনকি, তাঁকে কলকাতায় হাসপাতালেও ভর্তি করা হয়। গত বুধবার তিনি দলের সঙ্গে গুয়াহাটিতে যাননি। সেখানে আগামী শনিবার থেকে দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে। গিল বৃহস্পতিবার গুয়াহাটি পৌঁছে যান। কিন্তু, দল এখন তাঁকে রিলিজ করেছে।

তিনি দ্রুত সুস্থ হতে চাইবেন: ইতিমধ্যেই সংবাদ সংস্থা PTI গিলের রিলিজের খবর জানিয়েছে। PTI তাদের রিপোর্টে সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, “গিলকে দল থেকে রিলিজ করা হয়েছে। তিনি দ্রুত রিকভারির ক্ষেত্রে মনোযোগ দেবেন।
আরও পড়ুন: ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা-সহ বঙ্গের একাধিক জেলা! প্রাণ বাঁচাতে বহুতল থেকে বেরিয়ে এলেন বাসিন্দারা
জানিয়ে রাখি যে, গিল গুয়াহাটি পৌঁছলেও তাঁর ঘাড়ের ব্যথা এখনও কমেনি। এমতাবস্থায়, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ODI সিরিজে তাঁর অংশগ্রহণ এখনও সন্দেহের মধ্যে রয়েছে। বৃহস্পতিবার ব্যাটিং কোচ সিতাংশু কোটাক বলেছেন, “ম্যাচ চলাকালীন গিল আরও সমস্যার মধ্যে পড়ুক এটা আমরা চাই না।”
আরও পড়ুন: চ্যাম্পিয়ন হলেন নিখাত জারিন, খেতাব জিতলেন পারভীনও! ওয়ার্ল্ড বক্সিং ফাইনালে নবম সোনা জিতল ভারত
সিরিজে সমতা আনার সুযোগ: প্রসঙ্গত উল্লেখ্য যে, কলকাতা টেস্ট ম্যাচে পরাজিত হয়েছে টিম ইন্ডিয়া। এর ফলে দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। এদিকে, ভারতের সিরিজ জয়ের সুযোগ না থাকলেও এখন তারা দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে সিরিজ ড্র করতে চাইবে। এদিকে, পন্থ প্রথমবারের মতো পূর্ণাঙ্গ টেস্ট ম্যাচে দলের নেতৃত্ব দেবেন। তাই, এই ম্যাচটি যে পন্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।












