প্রাথমিক টেট বিতর্কে বড় মোড় ‘প্রত্যেককে নম্বর দেওয়া হবে’, জানাল আদালত, কী নিয়ে ছিল মামলা?

Published on:

Published on:

Calcutta High Court Relief for TET Aspirants
Follow

বাংলা হান্ট ডেস্কঃ টেট পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তির খবর। দীর্ঘদিন ধরে চলা ভুল প্রশ্ন সংক্রান্ত মামলায় অবশেষে গুরুত্বপূর্ণ রায় দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। ভুল প্রশ্নের জন্য অতিরিক্ত নম্বর পাবেন প্রত্যেকে, মামলা করেছেন কি করেননি এ নিয়ে কোনও বিভাজন থাকবে না বলে জানিয়ে দিয়েছে আদালত।

টেট পরীক্ষায় ভুল প্রশ্নের অভিযোগে মামলা পৌঁছায় হাই কোর্টে (Calcutta High Court)

শুক্রবার বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে শুনানি চলাকালীন আদালত নিযুক্ত বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট পেশ করা হয়। ২০১৭ ও ২০২২, এই দুই প্রাথমিক টেট পরীক্ষাতেই ভুল প্রশ্নের অভিযোগ ওঠে এবং সেই নিয়ে মামলা পৌঁছায় হাই কোর্টে (Calcutta High Court)। দীর্ঘ সময় ধরে বিচারাধীন থাকা ওই মামলায় বিশেষজ্ঞ কমিটি যাচাই করে রিপোর্ট জমা দেয়।

রিপোর্ট খতিয়ে দেখে আদালত জানায়, যাঁরা আদালতে এসেছেন বা যাঁরা আসেননি, প্রত্যেক পরীক্ষার্থীই ভুল প্রশ্নের জন্য নম্বর পাওয়ার অধিকারী। কত নম্বর দেওয়া হবে এবং কোন পদ্ধতিতে তা হিসেব করা হবে এই সংক্রান্ত সিদ্ধান্ত আগামী সোমবার আদালতে জানাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এরপরই চূড়ান্ত নির্দেশ দেবে হাই কোর্ট (Calcutta High Court)।

উল্লেখ্য, ২০১৭ সালের টেটে ২৩টি এবং ২০২২ সালের টেটে ২৪টি প্রশ্ন ভুল থাকার অভিযোগে মামলা হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই বিশেষজ্ঞ কমিটি গঠন করে আদালত (Calcutta High Court)।এদিকে যখন ভুল প্রশ্ন সংক্রান্ত মামলা এখনও বিচারাধীন, তখনই নতুন প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পর্ষদ। এই বিজ্ঞপ্তি নিয়েও মামলায় প্রশ্ন ওঠে যে আদালত নির্দেশ না থাকা সত্ত্বেও কেন নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করা হল।

Calcutta High Court Relief for TET Aspirants

আরও পড়ুনঃ বাংলায় ভোটের কাউন্টডাউন কি শুরু? বৃহস্পতিবার রাতেই কলকাতায় কমিশনের বিশেষ টিম, তুঙ্গে জল্পনা

সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১৩,৪২১টি শূন্যপদে নিয়োগ করা হবে। পর্ষদ জানিয়েছে, জেলাভিত্তিক শূন্যপদের তথ্য প্রকাশ করা হবে শীঘ্রই। সূত্রের খবর, প্রার্থীদের নিজস্ব জেলায় চাকরির সুযোগ দিতে চায় পর্ষদ। তাই আবেদনপত্রে কোন জেলায় পোস্টিং চাই তা উল্লেখ করার ব্যবস্থাও রাখা হয়েছে।