ফিরল চাকরি! অবশেষে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় খারিজ করে বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট

Published on:

Published on:

supreme court(17)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ দিয়েছিল রায়। সেই রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে (Supreme Court) দায়ের হয়েছিল মামলা। আর সেখানেই খারিজ হয়ে গেল নিয়োগে অনিয়মের মামলায় উচ্চ আদালতের দেওয়া রায়। ২৮ জন কর্মীর পদ বহাল রাখার সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। ২০১৯ সাল থেকে যে টানাপোড়েন চলছিল তার সমাপ্তি হল এবারে।

কি নিয়ে মামলা? কি বলল সুপ্রিম কোর্ট? Supreme Court

২০১৯ সালে বীরভূমের অক্সিলারি ফায়ার অপারেটর পদে ২৮ জনকে বেআইনি ভাবে নিয়োগ করা হয় বলে অভিযোগ ওঠে। সেই সময় প্রায় ৩ হাজার কর্মী নিয়োগ হয়েছিল গোটা রাজ্যে। জেলাভিত্তিক নিয়োগ হয়। কিন্তু ৩ হাজার জনের মধ্যে এই ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ ওঠে।

দমকল দফতরের নিয়োগ প্রক্রিয়ায় বেনিয়মের অভিযোগ তুলে রাজ্য ট্রাইবুনালে মামলা দায়ের হয়। পরবর্তীতে মামলা হয় কলকাতা হাইকোর্টে। ২০২৩ সালে এই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ ২৮ জনের নিয়োগ খারিজ করে দেয়।

সেই সময় অক্সিলারি নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। পর্যবেক্ষণে আদালত জানায়, দমকলের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে স্থায়ী নিয়োগ হয়, অস্থায়ী নিয়োগের বিষয়ে প্রশ্ন তোলেন তিনি। এদিকে এরপরই মামলার জল গড়ায় সুপ্রিম কোর্টে। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন মামলাকারীরা।

Supreme Court

আরও পড়ুন : প্রাথমিক টেট বিতর্কে বড় মোড় ‘প্রত্যেককে নম্বর দেওয়া হবে’, জানাল আদালত, কী নিয়ে ছিল মামলা?

শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি জে কে মহেশ্বরীর নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলা শুনানির জন্য উঠলে কলকাতা হাইকোর্টের দেওয়া নির্দেশ খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত। ২৮ জনের চাকরি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।