কাউন্টডাউন শুরু! বিজেপির নতুন সভাপতি পদে কে বসবেন? দিল্লিতে তুঙ্গে জল্পনা

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ অবশেষে হতে চলেছে জল্পনার অবসান। দীর্ঘ প্রতীক্ষার পর আগামী সপ্তাহেই বিজেপির (BJP) নয়া সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা হতে চলেছে। সংসদের শীতকালীন অধিবেশন শুরু হওয়ার আগেই দলের শীর্ষ নেতৃত্ব এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে বলে জানিয়েছে পদ্মশিবির।

শীতকালীন অধিবেশনের আগেই সর্বভারত ভারতীয় সভাপতির নাম ঘোষণা করবে বিজেপি (BJP)

আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। তার আগেই নতুন সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করতে প্রস্তুতি শুরু করেছে বিজেপি (BJP)। দলীয় সূত্রে খবর, সিদ্ধান্ত প্রায় পাকা, কেবলমাত্র আনুষ্ঠানিক ঘোষণা বাকি।

উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারিতে জে পি নাড্ডাকে সর্বভারতীয় সভাপতির দায়িত্ব দেওয়া হয়। পরপর কয়েক দফা তাঁর মেয়াদ বাড়ানো হয়েছে। বর্তমানে তিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীও। বিজেপির ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি অনুযায়ী নাড্ডার একটিই দায়িত্বে থাকা উচিত। তাই বিহার বিধানসভা নির্বাচনের ফলের পরই পরিবর্তনের সম্ভাবনার কথা ইঙ্গিত দিয়েছিল দল (BJP)।

বিহার পর্ব শেষ, সভাপতি পদে আসছে নতুন মুখ আসছ

বৃহস্পতিবার বিহারে এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান হয়েছে। নীতীশ কুমার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর রাজনৈতিক মহলের মত বিহারের অধ্যায় শেষ হতেই দল (BJP) এবার দ্রুত নতুন সভাপতি নিয়োগে এগোচ্ছে।BJP set to announce new national president next week

আরও পড়ুনঃ নবম-দশমের ফল ঘোষণায় সব জল্পনার শেষ, সম্ভাব্য দিন জানাল SSC

নাড্ডার উত্তরসূরি হিসেবে ইতিমধ্যেই চার-পাঁচটি নাম ঘুরছে বিজেপির অন্দরে। তাঁরা হলেন- ধর্মেন্দ্র প্রধান, মনোহরলাল খট্টর, শিবরাজ সিং চৌহান এবং ভূপেন্দ্র যাদব। পাশাপাশি আলোচনায় রয়েছে বিজেপির (BJP) সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা সুনীল বনসলের নামও। মূলত ৫০ থেকে ৫৫ বছর বয়সিদের মধ্য থেকেই বাছাইয়ে নজর দিয়েছে দল। শেষপর্যন্ত কার ভাগ্যে শিকে ছিঁড়বে, এখন সেটা জানার অপেক্ষাতেই রাজনৈতিক মহল।