একের পর এক নিম্নচাপ! দক্ষিণবঙ্গে এ বছর আর শীত আসবে না? বড় ‘খারাপ খবর’ দিল হাওয়া অফিস

Published on:

Published on:

south bengal weather(133)
Follow

বাংলা হান্ট ডেস্ক: উত্তরবঙ্গে সামান্য শীতের আমেজ থাকলেও দক্ষিণবঙ্গে (South Bengal Weather) রীতিমতো পাখা চালাতে হচ্ছে। নভেম্বরের শেষে এসে এই চিত্র দেখে ভিমরি খাচ্ছেন শীতপ্রেমীরা। শীত কি তাহলে বাংলা থেকে মুখ ফেরাল? চলতি সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া? আবহাওয়ার সম্পূর্ণ আপডেট জেনে রাখুন।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা এখন আর নামবে না। ১৯-২০ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে। আবহাওয়া দপ্তর বলছে, নভেম্বরে ঠান্ডা ফেরার সম্ভাবনা নেই। শীত ফিরবে ডিসেম্বরের প্রথম সপ্তাহের পর। অর্থাৎ আপাতত শীতের জন্য অপেক্ষা করতে হবে।

একের পর এক নিম্নচাপে রাজ্য থেকে পালিয়েছে শীত। আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে ঘনাচ্ছে নিম্নচাপ। শনিবার নিম্নচাপ অঞ্চল তৈরি হবে। যা আগামী ৪৮ ঘণ্টায় সুস্পষ্ট হবে। গভীর নিম্নচাপে পরিণত হবে। তার গতিপথ এখনও স্পষ্ট নয়। আবহাওয়া দপ্তর বলছে নিম্নচাপের সম্ভাব্য গতিপথ পূর্ব উপকূলে, তামিলনাড়ু-অন্ধ্র প্রদেশের দিক। এর থেকে ঘূর্ণিঝড় তৈরি হবে কি না, তার দিকে নজর রয়েছে হাওয়া অফিসের।

দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা এক ধাক্কায় ২ ডিগ্রি বেড়ে যেতে পারে রবিবারের মধ্যে। এদিকে ভোরের দিকে মূলত দক্ষিণ ২৪ পরগনায় কুয়াশার অধিক প্রভাব লক্ষ্য করা যাবে। কলকাতা সহ বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।

South Bengal Weather Update

আরও পড়ুন: ফিরল চাকরি! অবশেষে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় খারিজ করে বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর দিয়ে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে। তাতে তাপমাত্রা বাড়বে উত্তরেও। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতল হাওয়ার দাপট রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিঙে বৃষ্টি হতে পারে আগামীকাল। বাকি সমস্ত জেলায় আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া। পাশাপাশি ঘন কুয়াশার দাপটে দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।