বাংলা হান্ট ডেস্ক: ভারত ও আমেরিকার মধ্যে শীঘ্রই একটি বাণিজ্যিক চুক্তি সম্পন্ন হতে পারে। এই নিয়ে দুই দেশের মধ্যে আলোচনাও চলছে। ঠিক এই আবহেই ভারতের শ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানির সংস্থার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (Reliance Industries Limited) জানিয়েছে যে, গুজরাটের জামনগরে অবস্থিত তাদের একমাত্র রফতানিকারী শোধনাগারে রাশিয়ান অপরিশোধিত তেল ব্যবহার বন্ধ করে দিয়েছে কোম্পানিটি। মূলত, ইউরোপিয় ইউনিয়নের (European Union) নিষেধাজ্ঞার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কোম্পানিটি জানিয়েছে।
বড় পদক্ষেপ রিলায়েন্সের (Reliance Industries Limited):
জানিয়ে রাখি যে, রিলায়েন্স রাশিয়ার অপরিশোধিত তেলের ভারতে (India) বৃহত্তম ক্রেতা হিসেবে বিবেচিত হয়। কোম্পানিটি তার বিশাল জামনগর তেল শোধনাগার কমপ্লেক্সে এই তেলকে পেট্রোল এবং ডিজেলের মতো জ্বালানিতে রূপান্তরিত করে। যেখানে ২ টি শোধনাগার রয়েছে। একটি হল SEZ ইউনিট, যেখান থেকে ইউরোপিয় ইউনিয়ন, আমেরিকা এবং অন্যান্য দেশে জ্বালানি রফতানি করা হয়। অন্যটি হল একটি পুরনো ইউনিট। যা ভারতের অভ্যন্তরীণ বাজারের চাহিদা পূরণ করে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, ইউরোপিয় ইউনিয়ন রিলায়েন্সের জন্য একটি প্রধান বাজার। এদিকে, রাশিয়ার জ্বালানি আয় কমাতে ইউরোপিয় ইউনিয়ন বেশ কয়েকটি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞাগুলির মধ্যে রয়েছে রাশিয়ান অপরিশোধিত তেল থেকে তৈরি জ্বালানি বিক্রি এবং রফতানির ওপর নিষেধাজ্ঞা। এই কারণেই রিলায়েন্স তার SEZ রিফাইনারিতে রফতানির উদ্দেশ্যে রাশিয়ান অপরিশোধিত তেল ব্যবহার বন্ধ করে দিয়েছে। কোম্পানির একজন মুখপাত্র জানিয়েছেন যে, SEZ রিফাইনারি গত ২০ নভেম্বর থেকে রাশিয়ান অপরিশোধিত তেল আমদানি বন্ধ করে দিয়েছে এবং আগামী ১ ডিসেম্বর থেকে সমস্ত রফতানি পণ্য অ-রাশিয়ান অপরিশোধিত তেল থেকে তৈরি করা হবে।
আরও পড়ুন: দুবাইয়ে এয়ার শো চলাকালীন ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার তেজস! এখনও খোঁজ মেলেনি পাইলটের
রাশিয়ার তেল কোম্পানিগুলির ওপর মার্কিন নিষেধাজ্ঞা: মূলত, এই পদক্ষেপটি গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন সংক্রান্ত বিষয়ে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণার পর নেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা ২ টি প্রধান রাশিয়ান তেল কোম্পানি, লুকোয়েল এবং রোসনেফ্টকে লক্ষ্য করে জারি করা হয়েছে। মুকেশ আম্বানির RIL রোসনেফ্টের সঙ্গে প্রতিদিন প্রায় ৫০০,০০০ ব্যারেল (৫০০,০০০ ব্যারেল) অপরিশোধিত তেল কেনার জন্য দীর্ঘমেয়াদী চুক্তি করেছে।
আরও পড়ুন: জল্পনার অবসান! দ্বিতীয় টেস্টের আগে শুভমান গিলকে নিয়ে বড় সিদ্ধান্ত নিল টিম ম্যানেজমেন্ট
গত অক্টোবরের শুরুতে, সূত্র জানায় যে রাশিয়ান তেল কোম্পানি রোসনেফ্টের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের পর রিলায়েন্স তার দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় রাশিয়া থেকে তেল নেওয়া বন্ধ করবে। ভারত থেকে কিছু আমদানির ওপর আমেরিকা ৫০ শতাংশ পর্যন্ত ভারী শুল্ক আরোপের পর ট্রাম্পের এই ঘোষণা সামনে আসে। যার একটি বড় অংশ রাশিয়া থেকে ভারতের তেল কেনার প্রতিশোধ হিসেবে আরোপ করা হয়েছিল।












