বাংলা হান্ট ডেস্ক: শেয়ার বাজারে (Share Market) বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি থাকলেও সঠিক স্টকে বিনিয়োগ করলে হওয়া যায় লাভবান। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা এমন একটি কোম্পানির শেয়ারের প্রসঙ্গ উপস্থাপিত করব যেটি বিনিয়োগকারীদের লাভবান করে তুলতে পারে। মূলত, অ্যাডভান্সড সোলার অ্যান্ড ক্লিন এনার্জি সলিউশন প্রস্তুতকারী সংস্থা সার্ভোটেক রিনিউয়েবল পাওয়ার সিস্টেমস লিমিটেড গ্রাউন্ড-মাউন্টেড এবং রুফটপ অন-গ্রিড সোলার প্রজেক্টের জন্য আরেকটি বড় অর্ডার পেয়েছে।
শেয়ার বাজারে (Share Market) ঝড় তুলেছে এই কোম্পানির স্টক:
জানা গিয়েছে যে, কোম্পানিটি রেলওয়ে এনার্জি ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (REMCL) থেকে ১৬.৩১ কোটি টাকার এই প্রকল্পটি পেয়েছে। REMCL হল RITES লিমিটেড এবং রেলপথ মন্ত্রকের একটি যৌথ উদ্যোগ। সার্ভোটেক রিনিউয়েবলস সম্প্রতি অন্ধ্রপ্রদেশ লিমিটেডের নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট কর্পোরেশনের কাছ থেকে ৭৩.৭০ কোটি (প্রায় ৭.৭ বিলিয়ন ডলার) মূল্যের একটি গ্রিড- কানেক্টেড রুফটপ সোলার প্রজেক্ট পেয়েছে।

প্রকল্পটিতে কোম্পানির ভূমিকা: রেলওয়ে এনার্জি ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (REMCL) কর্তৃক প্রদত্ত সৌর প্রকল্পে, নয়ডায় সার্ভোটেক রিনিউয়েবলস ডেডিকেটেড ফ্রেইট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের (DFCCIL) বিভিন্ন ক্যাপাসিটির গ্রাউন্ড মাউন্টেড এবং রুফটপ সোলার পাওয়ার প্ল্যান্টসের ডিজাইন, ইঞ্জিনিয়ারিং, সাপ্লাই, ইনস্টলেশন, টেস্টিং এবং কমিশনিং করবে। এছাড়া, প্রকল্পটিতে ১০ বছরের অপারেশনস এবং মেন্টেনেন্সও অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন: রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার সিদ্ধান্ত নিল আম্বানির সংস্থা! জানানো হল কারণও
৪ বছরে সার্ভোটেক রিনিউয়েবলসের শেয়ারের দাম ৪,৭০০ শতাংশেরও বেশি বেড়েছে: জানিয়ে রাখি যে, গত ৪ বছরে স্মল ক্যাপ কোম্পানি সার্ভোটেক রিনিউয়েবল পাওয়ার সিস্টেমের শেয়ারের দাম ৪,৭০০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছ। ২০২১-এর ৪ নভেম্বর তারিখে এই সোলার কোম্পানির শেয়ারের দাম ছিল ১.৯৯ টাকা। এদিকে, ২১ নভেম্বর, ২০২৫ তারিখে NSE-তে এই সংস্থার শেয়ারের দাম ৯৬.০০ টাকায় বন্ধ হয়।
আরও পড়ুন: দুবাইয়ে এয়ার শো চলাকালীন ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার তেজস! এখনও খোঁজ মেলেনি পাইলটের
এদিকে, গত ৩ বছরে সংস্থার শেয়ারের দাম ৫৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে, গত ১ বছরে সার্ভোটেক রিনিউয়েবল পাওয়ার সিস্টেমসের শেয়ারে ৪৪ শতাংশেরও বেশি পতন ঘটেছে। চলতি বছরে এই কোম্পানির শেয়ারে ৪২ শতাংশেরও বেশি কমেছে। জানিয়ে রাখি যে, সার্ভোটেক রিনিউয়েবলসের শেয়ারের ৫২ সপ্তাহের সর্বোচ্চ দাম ১৮৯.৬৭ টাকা। অপরদিকে, এই শেয়ারের ৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম হল ৯৫.১৫ টাকা।
সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন।












