দাদাগিরির মঞ্চেই চমকে দেওয়া তথ্য ফাঁস এই যুবতীর! জানালেন, সৌরভই নাকি তার বাবা

বাংলাহান্ট ডেস্ক : সবার কাছেই অত্যন্ত প্রিয় একটি রিয়েলিটি শো  দাদাগির। ৮ থেকে ৮০, সবার কাছেই এই অনুষ্ঠান অত্যন্ত জনপ্রিয়। এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষনের কেন্দ্রবিন্দু সঞ্চালক সৌরভ গাঙ্গুলি। মূলত সৌরভের আকর্ষণের জোরেই এতদিন ধরে এই অনুষ্ঠানটি চলে আসছে। এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেন তারাও মুগ্ধ সৌরভে।

আরোও পড়ুন : যত খুশি লাগেজ নিয়ে ট্রেন সফরের দিন শেষ! বড় সিদ্ধান্ত রেলের, এবার হবে মোটা ফাইন

অনেকেই থাকেন যারা সৌরভের অন্ধভক্ত। বিভিন্ন এপিসোডে আমরা এমন বহু সৌরভ ভক্তের দেখা পাই।পেশায় গায়িকা মহাশ্বেতা নামের এক যুবতী সম্প্রতি খেলতে এসেছিলেন দাদাগিরিতে। সবার সাথে মহাশ্বেতার পরিচয় করিয়ে দেওয়ার পর সৌরভ বলেন যে এই মেয়েটির বিয়েতে খুব ভয়। এরপর সৌরভ নিজেই মহাশ্বেতাকে প্রশ্ন করেন যে তিনি কেন ভয় পান বিয়েতে? 

আরোও পড়ুন : এই দিন থেকেই হবে চৈত্র নবরাত্রি তিথির সূচনা! শ্রীরামচন্দ্রের সাথেই জুড়ে আছে উৎসবের কাহিনী

সৌরভের প্রশ্নের জবাবে মহাশ্বেতা বলেন, সে একজন গায়িকা, পারফরমিং আর্টিস্ট। বাবা মা যেভাবে তার পেশাকে সাপোর্ট করেন, মহাশ্বেতা ভয় পান তার জীবনে আসা মানুষটা সেই ভাবে তাকে সাপোর্ট করবে তো! দিলীপ নামের এক ম্যারেজ কাউন্সিলার উপস্থিত ছিলেন এদিন। সৌরভ তাকে বলেন,  ‘দিলীপবাবুর মতো পার্টনার প্রচুর লোক পায়…’। এরপর উল্টো দিক থেকে জবাব আসে, ‘যাই হোক আমার মতো দেরি করো না…’

 

এরপর মহাশ্বেতা বলেন তার বাবা নাকি সৌরভ! তবে এই সৌরভ ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী নন। এই নিয়ে সে বলে,  ‘আমি তোমাকে একটা কথা বলতে চাই, আমার বাবার নামও সৌরভ। তবে আমার ঠাকুমা বা ঠাকুরদা কিন্তু এই নাম রাখেননি। দিয়েছে আমার মা। মা ভীষণ বড় ভক্ত তোমার। তাই নাম দিয়েছে সৌরভ। আমার বাবাও কার্তিক জানার বদলে করে দিয়েছে সৌরভ কার্তিক।’

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর