বাংলা হান্ট ডেস্ক: বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা খেলোয়াড় স্মৃতি মান্ধনা (Smriti Mandhana) বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। তিনি স্বনামধন্য গায়ক পলাশ মুচ্ছলকে বিয়ে করছেন। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। বিশ্বকাপের আগেই তাঁরা সিদ্ধান্ত নেন যে, নভেম্বরে বিবাহ সম্পন্ন করবেন। এমতাবস্থায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁদের অভিনন্দন জানিয়েছেন।
বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন বিশ্বচ্যাম্পিয়ন স্মৃতি মান্ধনা (Smriti Mandhana):
জানিয়ে রাখি যে, সম্প্রতি ভারতীয় মহিলা দল প্রথম বিশ্বকাপ জিতে ইতিহাস তৈরি করেছে। ওই জয়ের ক্ষেত্রে স্মৃতি মান্ধনার (Smriti Mandhana) অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন, তিনি তাঁর জীবনের একটি নতুন ইনিংস শুরু করতে চলেছেন। উল্লেখ্য যে, আগামী ২৩ নভেম্বর ইন্দোরে পলাশের সঙ্গে তাঁর বিবাহ সম্পন্ন হবে।
আরও পড়ুন: ৪ বছরে ৪,৭০০ শতাংশের বৃদ্ধি! ১০০ টাকারও কম মূল্যের এই শেয়ার মালামাল করেছে বিনিয়োগকারীদের
প্রধানমন্ত্রী মোদী অভিনন্দন জানিয়েছেন: এদিকে, প্রধানমন্ত্রী মোদী হবু দম্পতিকে অভিনন্দন জানিয়ে একটি চিঠি লিখেছেন। প্রধানমন্ত্রী চিঠিতে লিখেছেন, “স্মৃতি এবং পলাশের বিয়ে আগামী ২৩ নভেম্বর ২০২৫ তারিখে হচ্ছে শুনে আমি খুবই খুশি। এই শুভ আবহে মান্ধনা এবং মুছল পরিবারকে অভিনন্দন।”
আরও পড়ুন: রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার সিদ্ধান্ত নিল আম্বানির সংস্থা! জানানো হল কারণও
জানিয়ে রাখি যে, বিয়ের তারিখ সম্পর্কে এখনও পর্যন্ত উভয় পরিবারের পক্ষ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে, স্মৃতি একটি ইনস্টাগ্রাম রিলে বাগদানের ইঙ্গিত দিয়েছিলেন। তিনি তাঁর সতীর্থ জেমিমা রডরিগেজ, শ্রেয়ঙ্কা পাতিল এবং রাধা যাদবের সঙ্গে একটি রিল শেয়ার করেছেন।
View this post on Instagram
যেখানে তাঁকে “সামঝো হো হি গয়া” গানের তালে নাচতে দেখা যায়। এই গান সঞ্জয় দত্তের ছবি “লাগে রাহো মুন্না ভাই” থেকে নেওয়া। রিলের শেষে মান্ধানাকে তাঁর বাগদানের আংটিটিও দেখান। ইতিমধ্যেই ওই রিলটি তুমুল ভাইরাল হতে শুরু করেছে।












