SIR-এর কাজের চাপ সহ্য করতে না পেরে মৃত্যু, মৃত কর্মীদের পাশে মমতা, বড় ঘোষণা করল নবান্ন

Published on:

Published on:

Financial Aid Announced by Nabanna for Deceased BLO Families
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে BLO-দের দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যু। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মৃত দুই কর্মীর পরিবারের পাশে দাঁড়াল নবান্ন (Nabanna)। মুখ্যমন্ত্রীর উদ্যোগে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি অসুস্থ BLO-র পরিবারকেও দেওয়া হবে এক লক্ষ টাকা।

দায়িত্ব পালনের সময়ই মৃত্যু দুই কর্মীর

নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ প্রকল্প SIR-এর কাজের দায়িত্বে ছিলেন রাজ্যের হাজার হাজার BLO। ফর্ম বিলি পর্ব শেষে তাদের ওপর চাপ পড়েছিল ডিজিটাইজ় করে কমিশনের নির্দিষ্ট অ্যাপে তথ্য আপলোডের। সেই অতিরিক্ত কাজের চাপেই অসুস্থ হয়ে পড়েন একাধিক কর্মী। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ আসতে থাকে যে, BLO-রা ক্রমে অসুস্থ হচ্ছেন, কেউ কেউ পড়ছেন মানসিক চাপে।

এরই মধ্যে দায়িত্ব পালনের সময়েই মৃত্যু হয় দুই BLO-র। তাঁদের একজন জলপাইগুড়ির মাল এলাকার বাসিন্দা শান্তিমনি এক্কা। বুধবার তিনি আত্মঘাতী হন বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, SIR-এর কাজের অতিরিক্ত চাপই এই ঘটনার মূল কারণ। অন্যদিকে, কোচবিহারের বড়ধাম চাতরাগ্রামের বাসিন্দা এবং মহিষমুড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ললিত অধিকারী বৃহস্পতিবার পথ দুর্ঘটনায় প্রাণ হারান।

নবান্নের (Nabanna) সিদ্ধান্তে ক্ষতিপূরণ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুক্রবারই নবান্ন (Nabanna) থেকে দুই পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয় বলে সরকারি সূত্রের খবর। মৃত দুই পরিবারের প্রত্যেককে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে, দায়িত্ব পালনের সময় মৃত্যুবরণ করা কর্মীদের পরিবারের পাশে সরকার সবসময় আছে।

Financial Aid Announced by Nabanna for Deceased BLO Families

আরও পড়ুনঃ দাবিদারহীন গাড়িতে শহরে জ্যাম! এবার কড়া অ্যাকশন মোডে পুরসভা, লালবাজারকে চিঠি ফিরহাদের

কোন্নগরের বাসিন্দা BLO নমিতা বিশ্বাস দায়িত্ব পালন করতে গিয়েই সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁর পরিবারকে এক লক্ষ টাকার আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে নবান্ন (Nabanna) তরফে। পাশাপাশি নমিতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহন করবে রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিএলও-দের অতিরিক্ত কাজের চাপ নিয়ে ক্রমশ বাড়ছে ক্ষোভ। একাংশের বিক্ষোভ চললেও, মুখ্যমন্ত্রীর এই আর্থিক সহানুভূতি আপাতত কিছুটা স্বস্তি দিয়েছে কর্মীদের মধ্যে।