সেরামিকের বাসন দীর্ঘদিন নতুনের মতো রাখতে কী করবেন? রইল জরুরি টিপস

Published on:

Published on:

Kitchen Tips beyond soap and water there are other tips to keep ceramic dishes shiny
Follow

বাংলা হান্ট ডেস্ক: সময় সঙ্গে সঙ্গে বদলেছে রান্না ঘরের ধরণ। একই সঙ্গে পাল্লা দিয়েছে, রান্না বা খাবারের টেবিলে ব্যবহৃত বাসনপত্র। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ নিউক্লিয়ার পরিবার পছন্দ করেন। পাশাপাশি পছন্দ করেন মডিউলার কিচেন। যেখানে জায়গা করে নিয়েছে বিভিন্ন রকমের সেরামিকের বাসনপত্র। কিন্তু আর পাঁচটা বাসনের থেকে এই সেরামিকের থালা বাটি পরিষ্কার করার ধরনটা একটু আলাদা। কারণ সঠিকভাবে পরিষ্কার বা যত্ন না করলে আপনার রান্নাঘরের সেরামিকের বাসনপত্রের জন্য জায়গাটি দেখতে খারাপ লাগবে। তো জেনে নিন কিভাবে সেরামিকের বাসনপত্র যত্ন নেবেন (Kitchen Tips)।

সাবান–জলের বাইরে আরও টিপসেই উজ্জ্বল থাকবে সেরামিক বাসন (Kitchen Tips)

রান্নাঘরে থাকা সেরামিকের বাসনপত্র গুলিকে আকর্ষণীয় ও দাগ মুক্ত করে তোলার জন্য ব্যবহার করতে পারেন ব্রেকিং সোডা ও লেবুর মিশ্রণ। এর জন্য একটু বাটিতে সামান্য ব্রেকিং সোডা নিয়ে তার মধ্যে কয়েক ফোঁটা লেবু রস মেশান। এরপর মিশ্রণটি পেস্টের মতন করে সেরামিকের বাসনের ওপরে লাগিয়ে ১০ মিনিট রেখে দিন। তারপর নরম স্ক্রাবার দিয়ে ভালোভাবে ঘষে জল দিয়ে ধুয়ে নিলে পুরনো দাগ সহজেই উঠে যাবে (Kitchen Tips)।

Kitchen Tips beyond soap and water there are other tips to keep ceramic dishes shiny

আরও পড়ুন: টেকনোলজির ছোঁয়া! কবি সুভাষ থেকে বেলেঘাটায় কম ব্যবধানে ছুটবে মেট্রো,যাত্রা হবে আরও দ্রুত

তাছাড়া ব্যবহার করতে পারেন সাদা ভিনেগার। কারণ ভিনেগারের অ্যাসিড দাগ তুলতে কার্যকর। বাসন নিয়ে ভিনেগার ঢেলে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর নরম স্ক্রাবার দিয়ে একটুখানি ঘষলে পড়ে বাসনে থাকার দাগ আস্তে আস্তে উঠে যাবে। এরপর গরম জল দিয়ে বাসন গুলো ধুয়ে নিলে আগের মতন চকচকে হয়ে উঠবে।

পাশাপাশি ব্যবহার করতে পারেন, নুন ও ডিসওয়াশ লিকুইড। এর জন্য সামান্য নুন ও কয়েকফোঁটা ডিস ওয়াশ মিশিয়ে সেরামিকের বাসন এর দাগের ওপরে ঘষতে থাকুন। অতিরিক্ত যদি দাগ হলে পরে একটু গরম জল ব্যবহার করতে পারেন। এরপর সেগুলোকে ভালোভাবে ধুয়ে নিলে দেখবেন বাসনের থেকে দাগ উঠে গিয়েছে।

অথবা ব্যবহার করতে পারেন ব্রেকিং সোডা ও গরম জল। একটু পাত্রের মধ্যে দু তিন চামচ বেকিং সোডা ও সামান্য গরম জল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এরপর ডাক যুক্ত সিরামিকের ভাষণে ওই মিশ্রণটি কুড়ি মিনিট ভিজিয়ে রাখুন। তারপর স্পঞ্জ দিয়ে ঘষলে পড়ে সেই ডাক সহজেই উঠে যাবে। তবে মনে রাখবেন সেরামিকের বাসন মাজতে স্ক্রাবার ব্যবহার করবেন না। এতে সেরামিক এর উপরে দাগ তৈরি হতে পারে (Kitchen Tips)।