অগ্রহায়ণের শুরুতেই হলুদ ধাতুর দরে স্বস্তি! আজ ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম কত জানুন…

Published on:

Published on:

Gold Price fall at the end of the week know the latest rate
Follow

বাংলা হান্ট ডেস্ক: বিয়ের মরশুমে পড়তে না পড়তে কমল সোনার দাম (Gold Price)। যার ফলে হাঁফ ছেড়ে বাঁচলেন মধ্যবিত্তরা। এছাড়াও সোনার দাম কমায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্বর্ণ ব্যবসায়ীরা। এই বিয়ের মরশুমে আপনি যদি সোনার গহনা কেনার পরিকল্পনা করেন, তাহলে একবার আজকের গোল্ড প্রাইস দেখে নিন।

সপ্তাহ শেষে কমল সোনার দাম, জানুন লেটেস্ট প্রাইস (Gold Price)

হলুদ ধাতুকে সবসময় শুভ বলে মনে করে হয়। কিন্তু বর্তমানে সোনার দাম যে পরিমাণে বাড়ছে তাতে হলুদ ধাতু কিনতে যথারীতি ভয় পাচ্ছেন মধ্যবিত্তরা। কারণ এখন, সোনার দাম লাখ টাকা ছাড়িয়েছে। কিন্তু বিয়ের মরসুমে কিছুটা কমেছে হলুদ ধাতুর দর। তো যাই হোক আজকে সোনার দাম (Gold Price) কত যাচ্ছে এক নজরে তা দেখে নিন।

Gold Price fall at the end of the week know the latest rate

আরও পড়ুন: চিংড়ি প্রেমীদের জন্য সুখবর! মাত্র কয়েক মিনিটেই সুগন্ধি মরিচ পোলাও,রইল রেসিপি

শনিবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১১৭০০টাকা (-৫)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১১৭০০০টাকা (-৫০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১২৩১০ টাকা (-৫)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১২৩১০০টাকা (-৫০)। এছাড়াও আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১২২৫০টাকা (-৫)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১২২৫০০টাকা (-৫০)।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১৫২২০(-৩৪৫) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১৫২২০০(-৩৪৫০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১৫২১০টাকা (-৩৪৫)। ১০০ কেজি রুপোর বাটের দাম ১৫২১০০টাকা (-৩৪৫০)।

প্রসঙ্গত, বিগত মাসে সোনার দাম (Gold Price) আকাশছোঁয়া ছিল। যার ফলে সোনা কিনতে গিয়ে যথারীতি হিমশিম খেতে হয়েছে বহু মধ্যবিত্তদের। তবে বর্তমানে সোনার দাম কিছুটা কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। কিন্তু বর্তমানে সোনার দাম কমলেও, আবার সোনার দাম বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।