SIR নিয়ে ফের আদালতে ঝড়! কমিশনের মতামত জানতে চাইল সুপ্রিম কোর্ট

Published on:

Published on:

Supreme Court seeks EC reply on fresh SIR petitions
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দেশের বিভিন্ন রাজ্যে ভোটার তালিকা সংশোধন নিয়ে আপত্তি বাড়ছে। একের পর এক পক্ষ এই প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করেছে। সেই আবেদনগুলির ভিত্তিতেই এবার জাতীয় নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চাইল শীর্ষ আদালত।

SIR নিয়ে নতুন মামলাগুলি শুনতে সম্মতি জানিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)

কেরল, উত্তরপ্রদেশ-সহ বিভিন্ন রাজ্যে এসআইআর প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে যে নতুন মামলাগুলি দায়ের হয়েছে, সেগুলি শুনতে সম্মতি জানিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। শুক্রবার বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি এস ভি এন ভাট্টি এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এই মামলাগুলির শুনানি করে। SIR-এর প্রক্রিয়া ও নির্ধারিত সময় নিয়ে আপত্তি জানিয়েই নতুন আবেদনগুলি দায়ের হয়েছিল।

বাংলা-সহ দেশের ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ইতিমধ্যেই শুরু হয়েছে SIR প্রক্রিয়া। এর মধ্যেই রাজনৈতিক দল ও সরকার পক্ষ থেকে আপত্তি জানিয়ে একাধিক জায়গায় মামলা হয়েছে। বাংলা ও তামিলনাড়ু আগেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল। পরে কেরল সরকার, সেই রাজ্যের সিপিএম-সহ আরও কয়েকটি পক্ষও আবেদন জানায়। এই সব আবেদনের পরিপ্রেক্ষিতে জাতীয় নির্বাচন কমিশনের মতামত জানতে চেয়ে শুক্রবার নোটিস জারি করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। আদালত জানিয়েছে, পরবর্তী শুনানি হবে ২৬ নভেম্বর।

শুধু কেরল নয়, উত্তরপ্রদেশ থেকেও নতুন মামলা এসেছে। বারাবাঁকির কংগ্রেস সাংসদ তনুজ পুনিয়া SIR প্রক্রিয়া স্থগিত রাখার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন করেছেন। এই মামলাতেও নির্বাচন কমিশনের জবাব চেয়েছে আদালত। তবে এই মামলার পরবর্তী শুনানির তারিখ এখনও নির্ধারিত হয়নি।

Supreme Court seeks EC reply on fresh SIR petitions

আরও পড়ুনঃ শেষ মুহূর্তে বাতিল গণবিবাহ! কেন সিদ্ধান্ত বদলাল রাজভবন?

SIR নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে আপত্তি ও সমস্যার মধ্যেই শীর্ষ আদালতের (Supreme Court) নজর এখন সরাসরি নির্বাচন কমিশনের দিকে। আগামী শুনানিতে কমিশন কী ব্যাখ্যা দেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক দল ও রাজ্য সরকারগুলি।