বাংলাহান্ট ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৫ নভেম্বর অযোধ্যার নবনির্মিত রাম মন্দিরের (Ayodhya Ram Temple) ১৯১ ফুট উঁচু চূড়ায় পতাকা উত্তোলন করবেন। এই বিশেষ মুহূর্তকে কেন্দ্র করে অযোধ্যায় উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। বৃহস্পতিবার কলশ যাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে পতাকা উত্তোলন উপলক্ষ্যে আয়োজনের মূল অনুষ্ঠানের প্রস্তুতি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের তত্ত্বাবধানে শহরজুড়ে চলছে জোর প্রস্তুতি। অযোধ্যাকে ঘিরে যে বিশাল আধ্যাত্মিক আবেগ রয়েছে, তা এই অনুষ্ঠানের আগমনে আরও বহুগুণে বৃদ্ধি পেয়েছে।
সেজে উঠেছে অযোধ্যার রাম মন্দির (Ayodhya Ram Temple):
অযোধ্যা শুধু একটি ধর্মীয় তীর্থস্থান নয়, বরং এখন এটি দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিত। রামমন্দির (Ayodhya Ram Temple) নির্মাণের পর দর্শনার্থীর সংখ্যা প্রতিনিয়ত বেড়েছে। ২০২০ সালে যেখানে প্রায় ৬০ লাখ পর্যটক অযোধ্যা ভ্রমণ করেছিলেন, সেখানে ২০২৪ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যেই শহরে এসেছেন প্রায় ২,৩০০ লাখ পর্যটক। বছর শেষে এই সংখ্যা ৫০০ কোটিরও বেশি ছাড়িয়ে যেতে পারে বলে প্রশাসনের ধারণা।
আরও পড়ুন:আইবুড়োভাতের পাতে সাজিয়ে দিন পাবদার তেল ঝাল, বিয়ের মরশুমে হিট রেসিপি
২০১৭ সালে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই অযোধ্যার উন্নয়নে নতুন দিশা এসেছে। পূর্বতন সরকারগুলির আমলে যেখানে উন্নয়ন প্রকল্প তেমন এগোয়নি, সেখানে যোগী সরকারের সময়ে শুরু হয়েছে দীপাবলিতে দীপোৎসব, যার মাধ্যমে অযোধ্যার পরিচিতি আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছেছে। ইতিমধ্যেই ২০৩১ সালের মধ্যে অযোধ্যাকে একটি হাই-টেক সিটি হিসেবে গড়ে তোলার মাস্টার প্ল্যান তৈরি হয়েছে। পাশাপাশি ২০৪৭ সালের মধ্যে অযোধ্যাকে (Ayodhya Ram Temple) বিশ্বব্যাপী আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চলছে বহুমুখী উন্নয়ন।
নতুন উন্নয়ন পরিকল্পনায় গুরুত্ব দেওয়া হয়েছে আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র থেকে শুরু করে বিলাসবহুল কটেজ, ওয়াটার স্পোর্টস, রিভার ক্রুজ, হেলিকপ্টার জয়রাইড—সবকিছুর ওপরই। পাশাপাশি তৈরি হবে আধুনিক বৈদিক ও যোগ প্রশিক্ষণ কেন্দ্র। পর্যটকদের চাহিদা পূরণে কেন্দ্র ও রাজ্য সরকার মিলিয়ে প্রায় ৫,০০০ কোটি টাকা বিনিয়োগ করছে। আগামী কয়েক বছরে উত্তরপ্রদেশের পর্যটন শিল্পের পরিমাণ ৭০,০০০ কোটি টাকায় পৌঁছবে বলে অনুমান, যার প্রায় এক-চতুর্থাংশ আসবে অযোধ্যা থেকেই। বর্তমানে রাজ্যের জিএসডিপির প্রায় ১.৫ শতাংশের যোগান দেয় অযোধ্যা (Ayodhya Ram Temple), যা উত্তরপ্রদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে এগিয়ে নিয়ে যাচ্ছে।

আরও পড়ুন:শীতের ছুটিতে দারিংবাড়ি ট্রিপ? তালিকায় রাখুন আশেপাশের আরও দুটি দর্শনীয় স্থান
বিশাল পর্যটন চাপ সামলাতে ১,৪০৭ একর জমিতে তৈরি হচ্ছে একটি স্মার্ট ও পরিবেশবান্ধব টাউনশিপ, যার জন্য বরাদ্দ হয়েছে ২,১৮২ কোটি টাকা। পাশাপাশি ‘রাম বন গমন পথ’ নির্মাণে খরচ হচ্ছে ৪,৪০৩ কোটি টাকা। ২০৪৭ সালের মধ্যে অযোধ্যার (Ayodhya Ram Temple) জনসংখ্যা ৩৪ লাখে পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে, যা মাথায় রেখে দ্রুতগতিতে এগোচ্ছে নগর পরিকল্পনার বিভিন্ন কাজ।
পতাকা উত্তোলনের অনুষ্ঠানের মধ্য দিয়ে অযোধ্যা এক নতুন ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করতে চলেছে, যা আধ্যাত্মিকতা, উন্নয়ন এবং পর্যটনের এক অনন্য মিলনস্থল হিসেবে শহরের বৈশ্বিক পরিচিতিকে আরও দৃঢ় করবে।












