বাংলাহান্ট ডেস্ক : এসআইআর প্রক্রিয়া (SIR) নিয়ে ধন্দ-বিতর্ক যেন শেষ হয়েও হচ্ছে না। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল, এলাকা ভিত্তিক ভারপ্রাপ্ত বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দিয়ে আসবেন। আবার সময় মতো বাড়ি বাড়ি গিয়ে তা সংগ্রহও করবেন। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে অন্য রকম পরিস্থিতি। অনেক জায়গাতেই অভিযোগ উঠছে, বিএলওরা বাড়িতে ফর্ম পৌঁছে দিয়ে গিয়েছেন ঠিকই, কিন্তু জমা নেওয়ার বেলায় তারা আর বাড়িতে আসছেন না। পাড়ায় একটি জায়গায় ক্যাম্প করে বসে সেখানে চলছে ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়া।
বাড়ি বাড়ি না ঘুরে ক্যাম্পে বসে এসআইআর (SIR) এর ফর্ম বিলির অভিযোগ
এদিকে এই বিষয়টি অনেকের কাছেই অজানা থেকে যাচ্ছে। বাড়ি বাড়ি ফর্ম সংগ্রহ করতে না আসায় জমা দেওয়ার দিনক্ষণের ব্যাপারে অনেকেই থেকে যাচ্ছেন অন্ধকারে। উপরন্তু বিষয়টি নির্বাচন কমিশনের গাইডলাইনেরও নীতি বিরুদ্ধ হচ্ছে। অভিযোগ, যাদবপুর, টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের একাধিক ওয়ার্ডে খোলা হয়েছে ক্যাম্প। এদিকে এলাকার ভোটারদের কাছে সে খবর নেই। অনেকেই ফর্ম ফিল আপ করে অপেক্ষায় রয়েছেন কবে বিএলও (BLO) এসে জমা নেবেন। এদিকে সময় চলে যাচ্ছে দেখে ফর্মে দেওয়া নম্বরে যোগাযোগ করলে বিএলও জানান, ক্যাম্প খোলা হয়েছে। সেখানে গিয়ে জমা করতে হবে ফর্ম।

কী বলছেন সিইও: এদিকে প্রবীণ ভোটারদের অনেকেরই অভিযোগ, সকলের পক্ষে ক্যাম্পে গিয়ে ফর্ম জমা দেওয়া সম্ভব নয়। কিন্তু আদৌ কি এটা নিয়ম সম্মত? রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (Chief Electoral Officer) বলেন, এ বিষয়ে কিছু কিছু অভিযোগ এসেছে। নিযুক্ত ইআরওকে বলা হয়েছে বিএলওদের গাইডলাইন দেওয়ার জন্য। তবে কমিশন যে বিজ্ঞপ্তি দিয়েছে সেখানেও স্পষ্ট বলা হয়েছে বাড়ি বাড়ি যেতে হবে বিএলওদের।
আরও পড়ুন : ফর্ম তো জমা দিয়ে এলেন, তথ্য আপলোড করেছে তো BLO? বাড়িতে বসেই চেক করুন এভাবে
বিএলওদের কড়া নির্দেশ: সিইওর বক্তব্য, প্রায় ১ লক্ষ লোক রয়েছে। প্রত্যেকের উপরে তো আর ২৪ ঘন্টা নজরদারি চালানো সম্ভব নয়। যেখান যেখান থেকে অভিযোগ আসছে সেখানে অ্যাকশন নেওয়া হচ্ছে। বিএলওদেরও ফোন করে বলা হচ্ছে বাড়ি বাড়ি যেতে।
আরও পড়ুন : আইবুড়োভাতের পাতে সাজিয়ে দিন পাবদার তেল ঝাল, বিয়ের মরশুমে হিট রেসিপি
ভোটারদের তরফে অভিযোগ, নির্বাচন কমিশন স্পষ্ট বলে দিয়েছে, যেখানে সেখানে ফর্ম বিলি করা যাবে না। তারপরেও কেন হচ্ছে ক্যাম্প? এভাবে কমিশনের নিয়ম বিরুদ্ধ ভাবে ক্যাম্প করে ফর্ম বিলি করা নিয়ে বিভিন্ন জায়গা থেকেই অসন্তোষের খবর আসছে।












