বাংলাহান্ট ডেস্ক : অনলাইন টিকিট বুকিংয়ের (Indian Railways) সুবিধা হওয়ায় হাঁফ ছেড়ে বেঁচেছেন যাত্রীরা। বিশেষ করে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম বা পিআরএস যাত্রীদের ভ্রমণ পরিকল্পনা সহজ করেছে। কিন্তু ২২ নভেম্বর বেশ কয়েকটি পিআরএস পরিষেবা সাময়িকভাবে স্থগিত থাকবে দিল্লিতে। এর ফলে টিকিট বুকিং থেকে ক্যানসেলেশন কয়েক ঘন্টার জন্য বন্ধ থাকবে। ফলত সমস্যায় পড়তে হতে পারে যাত্রীদের।
ভারতীয় রেলের (Indian Railways) টিকিট বুকিং সহ অন্যান্য পরিষেবা বন্ধ থাকবে
জানা যাচ্ছে, সিস্টেম আপগ্রেডেশনের জন্য পাঁচ ঘন্টা বন্ধ থাকবে পিআরএস সিস্টেম। ২২ নভেম্বর রাত ১১ টা ৪৫ থেকে ২৩ নভেম্বর ভোর ৪ টে ৪৫ পর্যন্ত পরিষেবা স্থগিত থাকবে। জানা যাচ্ছে, মূল সিস্টেম থেকে নতুন সিস্টেমে সুইচ করছে ভারতীয় রেলওয়ে (Indian Railways)। তবে এই সময়টায় যেহেতু খুব বেশি যাত্রী পরিষেবা ব্যবহার করবে না, তাই এই আন পিক আওয়ারকেই বেছে নেওয়া হয়েছে সিস্টেম আপগ্রেডেশনের জন্য।

একাধিক পরিষেবা ব্যাহত হতে পারে: যেহেতু সাময়িক ভাবে পিআরএস সিস্টেম বন্ধ থাকবে, তাই একাধিক পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। টিকিট বাতিল করা, বর্তমান রিজার্ভেশন চার্ট প্রস্তুতি, ইন্টারনেট টিকিট বুকিং (Ticket Booking), পিআরএস স্ট্যাটাস অনুসন্ধান, e-DRPRIMES অ্যাপ্লিকেশন এর মতো পরিষেবাগুলি এই সময় উপলব্ধ থাকবে না।
আরও পড়ুন : আইবুড়োভাতের পাতে সাজিয়ে দিন পাবদার তেল ঝাল, বিয়ের মরশুমে হিট রেসিপি
বেশ কিছু ট্রেন বাতিল: এমনিতেই উত্তর ভারতে আবহাওয়ার কারণে ট্রেন পরিষেবা ব্যাহত হচ্ছে। ঘন কুয়াশার জেরে বেশ কিছু ট্রেন দেরিতে চলছে। অনেক ট্রেন বাতিলও করা হয়েছে। বহু ট্রেন দেরিতে চলছে। ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে, পটনা, অম্বালা, প্রয়াগরাজ, কামাখ্যা, অমৃতসর, আজমের, কলকাতা, হাওড়া সহ ২৪ টি দীর্ঘ প্রধান রুটের ট্রেন বাতিল করা হয়েছে। ১ লা ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত তিন মাসের জন্য বাতিল করা হয়েছে ট্রেন।
আরও পড়ুন : কমিশনকে বুড়ো আঙুল, বাড়ি বাড়ি ঘোরার বদলে ক্যাম্পে বসে ফর্ম বিলি! BLO-দের জন্য নয়া নিদান
২৮ টি ট্রেনের রুট সংক্ষিপ্ত করা হয়েছে। আগে যে ট্রেনগুলি প্রতিদিন চলত, এখন সেগুলি সপ্তাহে মাত্র দু থেকে চারদিন চলবে। বেশ কিছু ট্রেন পুরোপুরি বাতিল করা হবে। এর জেরে দিল্লি, পঞ্জাব, বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, অসম সহ অন্যান্য রাজ্যের লক্ষ লক্ষ যাত্রী প্রভাবিত হতে পারেন বলে মনে করা হচ্ছে।












