বাড়ি তৈরিতে আর রইল না সমস্যা! জনগণের সুবিধার্থে বড় পদক্ষেপ নিল কলকাতা পুরসভা

বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতিককালে ঘটে যাওয়া গার্ডেনরিচ কাণ্ড নাড়িয়ে দিয়েছিল কলকাতা বাসিকে। ভয়াবহ বিল্ডিং ভেঙ্গে পড়ার সেই দৃশ্য আজও ভুলতে পারেনি শহরবাসী। এরই মধ্যে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুরসভা। বিল্ডিং প্ল্যান অনুমোদন দেওয়ার ক্ষেত্রে আরও কড়া হতে চলেছে পুরসভা।

জানা যাচ্ছে, এবার থেকে এক কাঠা জায়গার ওপরে বাড়ি তুললেও বিল্ডিং প্ল্যানে অনুমোদন দেবে কলকাতা পুরসভা। এর আগে এই সুযোগ পেতেন না শহরবাসী।এক-দেড় কাঠার ছোট জমিতে কোনও নির্মাণের প্ল্যানে অনুমোদন দিত না পুরসভা। সম্প্রতি গার্ডেনরিচে বিল্ডিং ভেঙ্গে পড়ার ঘটনায় স্তম্ভিত হয়ে পড়েছিল গোটা দেশবাসী। গার্ডেনরিচ আবার খোদ মেয়রের এলাকা, ফলে যা নিয়ে শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা।

আরোও পড়ুন : এটা কী! দীঘায় দেখা মিলল নতুন প্রাণীর, চরম শোরগোল বিজ্ঞানী মহলে

এই আবহে, বেআইনি নির্মাণের বিরুদ্ধে করা পদক্ষেপ নিতে শুরু করেছে কলকাতা পুরসভা। ফিরহাদ হাকিম এই প্রসঙ্গে বলেন, ‘এবার থেকে এক কাঠা জমিতেও বিল্ডিং প্ল্যানের অনুমোদন দেবে কলকাতা পুরসভা। যতটুকু জমি, তা বুঝে ছাড় দিয়ে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের সার্টিফিকেট দেখে নিয়ে অনুমোদন দেওয়া হবে নির্মাণের।’ এখানে আরও একটি বিষয় জানানো হয়েছে পুরসভা কর্তৃপক্ষের তরফে।

আরোও পড়ুন : দাদাগিরির মঞ্চেই চমকে দেওয়া তথ্য ফাঁস এই যুবতীর! জানালেন, সৌরভই নাকি তার বাবা

তা হল, এক কাঠা জমির উপর বাড়ি নির্মাণ করলে ফি নেওয়া হবে খুবই সামান্য। কারণ, ছোট জায়গার উপর বাড়ি নির্মাণ করেন সাধারণত গরিব মানুষেরাই, মূলত সেই কারণেই এই সিদ্ধান্ত। পাশাপাশি কলকাতা মেয়র জানিয়ে দিয়েছেন, গরিব মানুষের অজুহাত দেখিয়ে আর একটাও বেআইনি নির্মাণ হতে দেওয়া হবে না কলকাতার বুকে। মূলত, কিছুদিন আগে ঘটে যাওয়া গার্ডেনরিচের বিল্ডিং ধসে পড়ার ঘটনায় নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা।

kmc toilet corruption case

কলকাতা শহরের বুকে যত বেআইনি বিল্ডিং নির্মাণ হয়েছে, তাদের মালিকদের হাতে ধরানো হয়েছে নোটিস। আর এইসব ঘটনা নিয়ে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি শাসক দলের বিরুদ্ধে। গার্ডেনরিচে ঘটে যাওয়া দুর্ঘটনার পরেই ওই এলাকার আরো একটি বাড়ি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যাকে ‘সরু বাড়ি’ বলেই চেনে স্থানীয়রা। ওই বাড়িটি মাত্র ৪ ফুট জায়গায় গড়ে উঠেছে। আর এরপর থেকেই কলকাতা পুরসভা বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া হয়েছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর