T20 বিশ্বকাপে কবে-কোথায় হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ? মিলল আপডেট

Published on:

Published on:

Updates on India-Pakistan match in 2026 Men's T20 World Cup.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ২০২৬ সালের T20 বিশ্বকাপের (2026 Men’s T20 World Cup) আর মাত্র আড়াই মাস বাকি। কিন্তু টুর্নামেন্টের সময়সূচি এখনও প্রকাশিত হয়নি। ভারত এবং শ্রীলঙ্কায় সম্পন্ন হতে চলা এই টুর্নামেন্টে ২০ টি দল অংশগ্রহণ করবে। তবে, প্রতিটি দলের ম্যাচের সময় এবং খেলা কোথায় হবে তা এখনও স্পষ্ট নয়। যদিও, সম্ভাব্য সময়সূচি সম্পর্কে ইতিমধ্যেই আপডেট মিলতে শুরু করেছে। একটি রিপোর্টে দাবি করা হয়েছে টুর্নামেন্টের আয়োজক এবং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন, টিম ইন্ডিয়া, বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ খেলবে আমেরিকার (USA) বিরুদ্ধে। এদিকে, ভারত-পাকিস্তান হাই-প্রোফাইল ম্যাচটি আগামী ১৫ ফেব্রুয়ারি সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

T20 বিশ্বকাপে (2026 Men’s T20 World Cup) ভারত-পাকিস্তান ম্যাচ কোথায় সম্পন্ন হবে:

জানিয়ে রাখি যে, T20 বিশ্বকাপ ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চের মধ্যে ভারত ও শ্রীলঙ্কায় সম্পন্ন হবে। এই টুর্নামেন্টের চূড়ান্ত সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে একটি সম্ভাব্য সময়সূচী তৈরি করা হয়েছে। এই সম্ভাব্য সময়সূচির উদ্ধৃতি দিয়ে, রেভস্পোর্টজের রিপোর্টে বলা হয়েছে যে ভারত এবং পাকিস্তানের মধ্যে ম্যাচটি কলম্বোতে সম্পন্ন হবে। মূলত, কলম্বোর দুটি স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচগুলি সম্পন্ন হবে। এমন পরিস্থিতিতে ভারত-পাকিস্তান ম্যাচটি কোন স্টেডিয়ামে সম্পন্ন হবে তা নির্দিষ্টভাবে বলা হয়নি।

Updates on India-Pakistan match in 2026 Men's T20 World Cup.

প্রসঙ্গত উল্লেখ্য যে, এবারের T20 বিশ্বকাপও আগের সংস্করণের মতোই একই ফরম্যাটে সম্পন্ন হবে। যেখানে ২০ টি দলকে ৪ টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে ৫ টি করে দল থাকবে। সম্ভাব্য সূচি থেকে অনুমান করা হচ্ছে যে, ২০২৪ সালের T20 বিশ্বকাপের মতো, ভারত, পাকিস্তান এবং আমেরিকা আবারও একই গ্রুপে থাকবে। গতবার গ্রুপ পর্বে টিম ইন্ডিয়া এই ২ টি দলকেই পরাজিত করেছিল। অন্যদিকে পাকিস্তানও আমেরিকার কাছে এক বিস্ময়কর পরাজয়ের মুখোমুখি হয়েছিল। এছাড়াও, নামিবিয়া এবং নেদারল্যান্ডসও ভারতের গ্রুপে রয়েছে।

আরও পড়ুন: দেশের অর্থনীতি হবে আরও চাঙ্গা! GDP সিস্টেমে হচ্ছে বিরাট বদল, বড় পদক্ষেপ সরকারের

সেমিফাইনাল এবং ফাইনালের ভেন্যু পরিবর্তন হতে পারে: ভেন্যু প্রসঙ্গে বলতে গেলে, ভারত-পাকিস্তান ম্যাচটি শ্রীলঙ্কায় সম্পন্ন হবে। পাকিস্তান ভারতে খেলতে না চাওয়ার কারণে, দলটি তাদের সমস্ত ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। এমন পরিস্থিতিতে, যদি পাকিস্তানি দল সেমিফাইনালে এবং তারপর ফাইনালে পৌঁছায়, সেক্ষেত্রে ২ টি ম্যাচই শ্রীলঙ্কায় সম্পন্ন হবে। যদি শ্রীলঙ্কা দল সেমিফাইনালে পৌঁছয়, তাহলে তারা তাদের ম্যাচটি ঘরের মাঠে খেলবে। তবে, যদি পাকিস্তান এবং শ্রীলঙ্কা শেষ চারে উঠতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে ২ টি সেমিফাইনালই ভারতে সম্পন্ন হবে। সেমিফাইনাল এবং ফাইনালের ভেন্যু এখনও চূড়ান্ত না হলেও, ফাইনাল ম্যাচটি আহমেদাবাদে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন বিশ্বচ্যাম্পিয়ন স্মৃতি মান্ধনা! শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

টিম ইন্ডিয়ার সম্ভাব্য সূচি:
৮ ফেব্রুয়ারি – ভারত বনাম আমেরিকা, আহমেদাবাদ
১২ ফেব্রুয়ারি – ভারত বনাম নামিবিয়া, দিল্লি
১৫ ফেব্রুয়ারি – ভারত বনাম পাকিস্তান, কলম্বো
১৮ ফেব্রুয়ারি – ভারত বনাম নেদারল্যান্ডস, মুম্বাই