বাংলা হান্ট ডেস্ক: সবে দক্ষিণবঙ্গের শীত পড়তে শুরু করেছিল (South Bengal Weather)। তার মাঝেই বাধা হয়ে দাঁড়ালো নিম্নচাপ। কারণ দীর্ঘ সময় নিম্নচাপের ফারাকাটিয়ে শীতল হাওয়া প্রবেশ করতে শুরু করলেও এর মধ্যে ঢুকে পড়েছে ঘূর্ণিঝড়। এমনটাই পূর্বাভাস জানালো হাওয়া অফিস। গভীর নিম্নচাপের পূর্বাভাস দিয়ে মৌসম ভবন জানিয়েছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় দক্ষিণ আন্দামান সাগরের ওপরে নিম্নচাপ তৈরি হতে পারে। যার ফলে নভেম্বর মাসের শেষে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় পরিণত হবে ।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া জানুন (South Bengal Weather)
শীতের দাপট দক্ষিণবঙ্গে একেবারেই থেমে গিয়েছে। যদিও নভেম্বরে প্রথমের দিকে কিছুটা হলেও শীতের হাওয়া বইতে দেখা গিয়েছিল। কিন্তু বিগত কয়েকদিনে সেই হাওয়া বন্ধ হয়েছে। যদিও গত কয়েক দিন ধরে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রী সেলসিয়াস বেড়ে গিয়েছে। যার ফলে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) যে শীতের হালকা আমেজ ছিল, সেটা অনেকটাই কমে গেছে।

আরও পড়ুন: সুস্বাদু ও স্বাস্থ্যকর স্ন্যাক্স! শীতকালে ফুলকপি দিয়ে তৈরি করুন কাটলেট, রেসিপি রইল
যার ফলে কলকাতা সহ শহরতলীর একাধিক জায়গায় গরম লাগতে শুরু করেছে। পাশাপাশি দুপুরের দিকে ঘাম হচ্ছে। যার ফলে নভেম্বরের শেষ সপ্তাহ আসলে পরেও এখনো শীতের পোশাক পড়ায় প্রয়োজন বোধ মনে করছে না মানুষজন। এই বিষয়ে আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, রবিবার পর্যন্ত তাপমাত্রা আরও বাড়তে পারে। পাশাপাশি দুপুরে কলকাতার তাপমাত্রা ৩০ ডিগ্রি উপরে যেতে পারে। তবে বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ১৯ ডিগ্রির কাছাকাছি।
এছাড়াও হাওয়া অফিসে তরফ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন আবহাওয়া শুষ্ক থাকবে। এরমধ্যে কোথাও কোন সতর্ক বার্তা নেই। তবে পশ্চিমাঞ্চলে জেলাগুলিতে রাতের দিকে তাপমাত্রা ১৪ ডিগ্রিতে নামতে পারে। পাশাপাশি ভোরের দিকে ঘন কুয়াশাও দেখা যেতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে।
উত্তরবঙ্গের আবহাওয়া দেখে নিন এক নজরে (North Bengal Weather)
দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ঠান্ডা দাপট না থাকলেও, উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডা রয়েছে। দার্জিলিং এর কিছু জায়গায় সোমবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তাছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলি শুষ্ক থাকবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপোটের ফলে দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।












