বাংলা হান্ট ডেস্ক: চলতি মরশুমের IPL (Indian Premier League) শেষ হবে আগামী ২৬ মে। তার ঠিক ৫ দিন পরেই শুরু হবে T20 World Cup। এমন পরিস্থিতিতে, ভারতীয় দল নির্বাচনের জন্য IPL-এ খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপর নজর রাখছেন নির্বাচকরা। বিশেষ করে ২০২২ সালের ডিসেম্বরের ঋষভ পন্থের দুর্ঘটনার পরে তেমন কোনো উইকেট-রক্ষক ব্যাটার ভারতীয় দলে তাঁর জায়গা পাকা করতে পারেন নি।
এদিকে, T20 দলে শেষ ৩ সিরিজে, জিতেশ শর্মা নিজেকে উইকেটরক্ষক হিসেবে প্রমাণ করার সুযোগ পেয়েছিলেন। তবে খারাপ ফর্মের কারণে তাঁকে T20 বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়া হতে পারে। উল্লেখ্য যে, IPL ২০২৪-এ পাঞ্জাব কিংসের হয়ে খেলছেন জিতেশ শর্মা। এখনও পর্যন্ত ৪ ম্যাচে মাত্র ৫৮ রান করতে পেরেছেন তিনি। এমন পরিস্থিতিতে, নির্বাচকরা T20 বিশ্বকাপে উইকেটরক্ষক ব্যাটারের জন্য অন্য বিকল্পগুলি খুঁজতে শুরু করেছেন।
কাদের ওপর রয়েছে নজর: উল্লেখ্য যে, ভারতীয় দলে জিতেশ শর্মা ছাড়াও, T20 বিশ্বকাপের জন্য ঋষভ পন্থ, কেএল রাহুল এবং সঞ্জু স্যামসনকেও উইকেটরক্ষক হিসেবে বেছে নেওয়া হতে পারে। IPL-এ পন্থ, স্যামসন এবং রাহুল যথাক্রমে দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস এবং লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক। এদিকে, পন্থের দল পয়েন্ট টেবিলের শেষ অবস্থানে থাকলেও তিনি এখনও পর্যন্ত ৫ ম্যাচে ৩০-এর বেশি গড়ে ১৫৩ রান করেছেন। যার মধ্যে ২ টি অর্ধশতকও রয়েছে।
আরও পড়ুন: কারোর পৌষমাস, কারোর সর্বনাশ! হু হু করে এগোচ্ছে Jio, বন্ধের মুখে Vodafone-Idea, বিপাকে গ্রাহকরা
অন্যদিকে সঞ্জু স্যামসনকেও দারুণ ফর্মে দেখা যাচ্ছে। স্যামসন সম্প্রতি তাঁর IPL কেরিয়ারে ৪,০০০ রান পূর্ণ করেছেন এবং চলতি মরশুমে ৫৯.৩৩-এর দুর্দান্ত গড়ে ৪ ম্যাচে ১৭৮ রান করেছেন। এখনও পর্যন্ত ২ টি অর্ধশতক এসেছে তাঁর ব্যাট থেকে।
আরও পড়ুন: গ্রীষ্মের ছুটিতে নিশ্চিন্তে করুন সফর! মিলবে কনফার্ম ট্রেন, যাত্রীদের জন্য রেলের বিরাট পদক্ষেপ
এদিকে, কেএল রাহুল সম্প্রতি চোট সারিয়ে ফিরেছেন এবং IPL-এর প্রথম ম্যাচে ৫৮ রানের একটি হাফ সেঞ্চুরি করেছেন। এরপর থেকে বড় কোনো ইনিংস খেলতে না পারলেও এই মরশুমে সবার চোখ থাকছে তাঁর দিকে। এমতাবস্থায়, এই তিন ব্যাটারের ফর্ম তাঁদের ২০২৪ সালের T20 বিশ্বকাপে ভারতীয় দলে উইকেটরক্ষকের জায়গার জন্য শক্তিশালী দাবিদার করে তুলেছে।