১৪ ডিগ্রিতে নামবে তাপমাত্রা! দক্ষিণবঙ্গে আগামী তিন দিন কেমন থাকবে আবহাওয়া? আপডেট দেখুন

Published on:

Published on:

South Bengal Weather
Follow

বাংলা হান্ট ডেস্ক: গত কয়েকদিনে দক্ষিণবঙ্গ (South Bengal Weather) থেকে শীতের আমেজ উধাও হয়েছে। আবহাওয়া দপ্তর বলছে, বর্তমানে বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে নিম্নচাপ অঞ্চল সক্রিয়। যাতে শীতের পথে বাধা পড়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে, সামান্য তাপমাত্রা কমলেও আগামী কয়েক দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিনে রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা এখন আর নামবে না। ১৯-২০ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে। আবহাওয়ার এই পূর্বাভাস শুনে রীতিমতো অখুশি শীতপ্রেমীরা।

পশ্চিমের জেলাগুলি তাপমাত্রা কিছুটা নেমেছে গত দু’দিনে। ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা পৌঁছেছে। পাশাপাশি সকালের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও কুয়াশা থাকতে পারে। তবে ঘন কুয়াশার সতর্কতা জারি নেই কোথাও আপাতত।

কবে শীতের দেখা মিলবে?

আবহাওয়া দপ্তর বলছে, নভেম্বর মাসের আর তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা নেই বললেই চলে। ডিসেম্বরের শুরুতেও হাড় কাঁপানো ঠান্ডার সম্ভাবনা নেই। শীতের দেখা পেতে পেতে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পার হয়ে যাবে।

south bengal weather

আরও পড়ুন: আফ্রিকার মাটিতে প্রথম G20 সম্মেলনে বিশ্বব্যাপী উন্নয়নের ওপর জোর মোদীর! দিলেন এগিয়ে চলার মন্ত্র

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গের আবহাওয়াতেও কিছুটা পরিবর্তন। উত্তরবঙ্গের দার্জিলিঙে বৃষ্টি হতে পারে আজ। বাকি সমস্ত জেলায় আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া। পাশাপাশি ঘন কুয়াশার দাপটে দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তাপমাত্রা খুব বেশি কমার সম্ভাবনা নেই নভেম্বরে।