DA মামলার রায়দান শীঘ্রই? রাজ্য সরকারি কর্মচারীদের নেতা বললেন, এ বছর…

Published on:

Published on:

dearness allowance(63)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ নভেম্বর প্রায় শেষের পথে। বহু বছরের আইনি লড়াই কাটিয়ে ডিএ মামলার (Dearness Allowance) শুনানি শেষ হলেও এখনও ঝুলে রয়েছে ডিএ মামলার রায়। সেই দিকেই তাকিয়ে রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী। মহার্ঘ ভাতা বা ডিএ মামলার চূড়ান্ত রায় কবে বেরোবে সেই প্রশ্নই সকলের মুখে।

নভেম্বরে ডিএ মামলার রায়দানের সম্ভাবনা রয়েছে? Dearness Allowance

গত ৭ সেপ্টেম্বর ডিএ মামলার চূড়ান্ত শুনানি সমাপ্ত হয়। তবে নভেম্বর শেষ হতে চললেও রায় এখনও সামনে আসে নি। কবে রায়দানের সম্ভাবনা রয়েছে? এই নিয়েই এবার বার্তা দিলেন রাজ্য সরকারি কর্মীদের মধ্যে উদ্দেশে বার্তা দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।

বর্তমানে “Heard and Reserved” রয়েছে। মলয়বাবু বলেন, ‘এখনও রায় না বেরোনোয় আমরা যেমন উদ্বিগ্ন তেমন কর্মচারী সমাজও উদ্বিগ্ন। আমরাও চাই যাতে সর্বোচ্চ আদালত যত শীঘ্র সম্ভব এই মামলার রায় দিয়ে দিক। তবে এটা তো আমাদের হাতে নেই। এটা সুপ্রিম কোর্টের উপর নির্ভর করছে।’

তবে আইনজীবীরা সম্ভাবনার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘তারা বলছেন নভেম্বরের শেষ সপ্তাহে রায়দান হলেও হতে পারে। না হলে ডিসেম্বর মাসে হতে পারে। আমাদের মনে হচ্ছে এ বছর অবশ্যই রায় প্রকাশ পাবে। কর্মচারী ও অবসরপ্রাপ্তকর্মীদের আর কয়েকটা দিন অপেক্ষা করার অনুরোধ করব।’

dearness allowance(57)

আরও পড়ুন: রেশনে কমতে চলেছে চালের পরিমাণ! পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে রেশন কোটা নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

ডিএ মামলার রায় কি ঠান্ডা ঘরে চলে যাবে? এই বিষয়ে মলয়বাবু বলেন, আমাদের এটা কখনই মনে হয়না যে ডিএ মামলার রায় ঠান্ডা ঘরে চলে গেছে। উল্লেখ্য, ডিএ মামলার শুনানি বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চে সমাপ্ত হয়েছে। এই বেঞ্চই ডিএ মামলার রায়দান করবে বলে শোনা গিয়েছে। এবার কবে ডিএ মামলার রায়দান হবে সেই দিকে চেয়ে রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী।