পরিস্থিতি থমথমে, কীভাবে শুট হচ্ছে জিতু-দিতিপ্রিয়ার সিন? সিরিয়ালের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় দর্শকরা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বিতর্কের অপর নাম ‘চিরদিনই তুমি যে আমার’। সিরিয়ালের (Serial) মুখ্য দুই নায়ক নায়িকার মধ্যেই বাস্তবে দ্বন্দ্ব চরমে, যা প্রকাশ্যে এসে পড়েছে অনেকদিন আগেই। বিভিন্ন ভাবে মিটমাট করার চেষ্টা করা হলেও তিক্ততা দিন দিন বেড়েই চলেছে। সম্প্রতি শোনা গিয়েছিল, জিতু কামাল নাকি সরে দাঁড়াচ্ছেন সিরিয়াল (Serial) থেকে। তবে সাপ্তাহিক টিআরপি প্রকাশের দিনই সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, পর্দায় আর্য হিসেবে তিনিই থাকছেন। সম্প্রতি আবারও শুটেও যোগ দিয়েছেন জিতু। বিতর্কের পর প্রথম দিন শুট করেই সোশ্যাল মিডিয়ায় লাইভে এসেছিলেন তিনি। সেখানে ফের বিষ্ফোরণ ঘটান অভিনেতা।

জিতু দিতিপ্রিয়ার (Serial) মধ্যে দ্বন্দ্ব চরমে

নায়িকা দিতিপ্রিয়া রায়ের সঙ্গে তাঁর সংঘাত এখন টেলিপাড়ার অন্যতম চর্চার বিষয়। দুজনের মধ্যে তিক্ততা এতটাই বেড়ে গিয়েছে যে শুটিংয়েও নাকি সমস্যা দেখা দিয়েছে বলে খবর। এদিন লাইভেও জিতুকে বলতে শোনা যায়, বীতশ্রদ্ধ হয়ে ছেড়ে দিয়েছিলেন তিনি। শুধুমাত্র দর্শক এবং টেকনিশিয়ানদের কথা ভেবেই আবার প্রোজেক্টে যোগ দেন তিনি।

Will jeetu ditipriya controversy affect the serial

কী জানালেন জিতু: জিতুর কথায়, ‘একটা ভাঙা কাঁচ, সেটাকে জোড়া লাগানোর হাজারও চেষ্টা করলেও জানিনা সেটা কতদূর জোড়া লাগবে’। তিনি আরও বলেন, তাঁদের সিন কীভাবে হবে সেটা এখনও তাঁর কাছে ধোঁয়াশা। অন্যদিকে টেলিপাড়া সূত্রে খবর, দিতিপ্রিয়া (Ditipriya Roy) নাকি ইতিমধ্যেই যোগাযোগ করেছিলেন মহিলা কমিশনে। চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়ের পরামর্শ মতো আর্টিস্ট ফোরামে তিনি লিখিত অভিযোগও করেছেন বলে খবর।

আরও পড়ুন : ৩ বছর পর স্কুল রোম্যান্স কাহিনির কাছে স্লটহারা ‘জগদ্ধাত্রী’! শেষ হচ্ছে TRP টপার মেগা?

ভেঙে পড়েছেন দিতিপ্রিয়া: সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত সমালোচনা, কটাক্ষের মুখে পড়ে তিনি নাকি মানসিক ভাবে বিধ্বস্ত। তিনি নিজেই নাকি চাইছেন ‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়ালটি ছেড়ে দিতে। পরিস্থিতির জল যেদিকে গড়াচ্ছে তাতে চিন্তায় পড়েছেন দর্শকরা।

আরও পড়ুন : নতুন গল্পে পুরনো জুটি, ট্র্যাক শুরু হতে না হতেই বিদায় ঘন্টা বেজে গেল জলসার মেগার

মুখ্য নায়ক নায়িকার মধ্যেই যদি এমন পরিস্থিতি হয় তাহলে শুটিংয়ের উপরে কী প্রভাব পড়বে সেটা ভেবেই চিন্তায় দর্শকরা। টিআরপি তালিকায় ভালো ফল করছে ধারাবাহিকটি। এমতাবস্থায় বিতর্ক এগোতে থাকলে চ্যানেল ও প্রযোজনা সংস্থা বাধ্য হবে না তো সফল সিরিয়াল বন্ধ করে দিতে? সেই ভাবনাই ভাবাচ্ছে অনেককে।