বাংলা হান্ট ডেস্কঃ সাইবার অপরাধে অভিযুক্ত এক দম্পতিকে ধরতে গিয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ভিতর পর্যন্ত ঢুকে পড়ল গার্ডেনরিচ থানার পুলিশ। এই নিয়ে শুরু হয় প্রবল বিতর্ক। পুলিশের এই প্রবেশে ক্ষুব্ধ আইনজীবীরা কর্মবিরতি ঘোষণা করেন। এই ঘটনায় এখন উত্তপ্ত বিচার মহল।
ঠিক কী ঘটেছিল হাই কোর্ট (Calcutta High Court) চত্বরে?
সাইবার অপরাধে অভিযুক্ত এক দম্পতির খোঁজে গিয়ে হাইকোর্ট (Calcutta High Court) চত্বরে ঢুকে পড়েন গার্ডেনরিচ থানার পাঁচ জন পুলিশকর্মী ও এক অফিসার। গত বুধবার, ১৯ নভেম্বর বিকেলে ঘটে এই ঘটনা। অভিযোগ, ওই পাঁচজনের মধ্যে একজন মহিলা পুলিশও ছিলেন। তাঁদের উদ্দেশ্য ছিল বহুদিন ধরে ফেরার থাকা অভিযুক্ত দম্পতিকে আটক করা। ঝাড়খণ্ডের কোনও সাইবার অপরাধের যোগসূত্রে দম্পতির বিরুদ্ধে রাজাবাগান ও গার্ডেনরিচ থানায় অভিযোগ রয়েছে।
ঘটনার দিন অভিযুক্ত দম্পতি হাই কোর্টে (Calcutta High Court) তাঁদের আইনজীবীর সঙ্গে দেখা করতে আসেন। সেই খবর পেয়ে তাঁদের পিছু নিয়ে পুলিশ সরাসরি আদালত চত্বরে ঢুকে পড়ে। অভিযোগ, হাইকোর্টের ভিতরে ১৮ নম্বর বার পর্যন্ত চলে যান পুলিশকর্মীরা। তখনই পুলিশের সঙ্গে আইনজীবীদের একাংশের বচসা বাধে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর প্রতিবাদে পরের দিন, ২০ নভেম্বর আইনজীবীরা হাইকোর্টে কর্মবিরতি পালন করেন এবং প্রথমে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতির ঘোষণা করেন।
আইনজীবীরা বিষয়টি নিয়ে অভিযোগ জানান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে। বৃহস্পতিবার রাতে হাই কোর্টের (Calcutta High Court) তরফে পদক্ষেপের আশ্বাস দেওয়া হলে শুক্রবার কাজ স্বাভাবিক হয়। তবে বার অ্যাসোসিয়েশন আগামী বৃহস্পতিবার ফের বৈঠক ডেকেছে। তাদের দাবি, ততদিনেও পদক্ষেপ না হলে ফের কর্মবিরতি শুরু হবে।
এদিকে হাই কোর্ট (Calcutta High Court) ঘটনার দিন বিকেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পাঁচজন সাদা পোশাকের পুলিশকর্মীকে চিহ্নিত করে। এরপরই পুলিশ কমিশনারের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়। শনিবার সিপি-র রিপোর্ট রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা পড়েছে বলে আদালত সূত্রের খবর। জানা গেছে, সোমবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল সহ কয়েকজন বিচারপতি এই রিপোর্ট নিয়ে বৈঠকে বসতে পারেন।

আরও পড়ুনঃ ‘অন্য কাজের চাপ বাড়লেও যেন উন্নয়ন না থামে’, নবান্ন থেকে কড়া বার্তা মুখ্যসচিবের
আইনজীবীরা মনে করিয়ে দিয়েছেন, ২০১৯ সালে হাওড়া জেলা আদালতে ঢুকে পুলিশের মারধরের ঘটনায় কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) স্বতঃপ্রণোদিত মামলা করেছিল। সেই মামলায় ৫ আইপিএস-সহ আট পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় আদালত। যদিও সেই নির্দেশ বর্তমানে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ অবস্থায় রয়েছে এবং এখনও ফয়সালা হয়নি।












