অবিরাম ব্যস্ততার মাঝে শান্তির খোঁজ? রেলি নদীর ধারের নিঃশব্দ উপত্যকাই সেরা ঠিকানা

Published on:

Published on:

Travel forget the hustle and bustle and explore the Reli River Valley
Follow

বাংলা হান্ট ডেস্ক: ধীরে ধীরে শহরে শীতের আমেজ পড়ছে। তার ওপর দোসর হয়ে উঠেছে এই সংক্রমণজনিত সর্দি কাশি। কেউ কেউ আবার ভুগছেন সিওপিডি-র মতো সমস্যায়। এইসব মিলিয়ে যখন আপনার নাজেহাল অবস্থা। তখন আপনার মন চাইছে এই শহরের কোলাহল থেকে দূরে কোথাও ঘুরতে (Travel) যেতে। কিন্তু কোথায় ঘুরতে যাবেন সেটাই ভেবে উঠতে পারছেন না। আজকের প্রতিবেদনে রইল এমন একটি জায়গা যেখানে আপনি দুদিনের জন্য ঘুরে আসতে পারবেন। পাশাপাশি এখানকার প্রাকৃতিক পরিবেশ আপনার মন ভালো করবে।

কোলাহল ভুলে রেলি নদীর উপত্যকা পরিবার ও প্রিয়জনদের নিয়ে ঘুরে আসুন (Travel)

আপনি যদি প্রকৃতিপ্রেমী হন তাহলে এই জায়গাটি একেবারেই আপনার জন্য। কারণ এখানে গেলে আপনি প্রাকৃতিক পরিবেশ মন ভরে উপভোগ করতে পারবেন। আরো জায়গাটি হল বিদ্যাং ভ্যালি। যেখানে চারিদিকে রয়েছে পাহাড়। আর তার পাশ দিয়ে বয়ে গিয়েছে রেলি নদী। পাশাপাশি একটু পায়ে হেঁটে গেলে পরেই আপনি দেখতে পাবেন অকৃত্রিম ঝর্ণা। যেখানে আপনার মন ভালো হয়ে যাবে (Travel)।

 Travel forget the hustle and bustle and explore the Reli River Valley

আরও পড়ুন: ঠান্ডা-কাশি ঘন ঘন হলে ডায়েটে রাখুন এই সবজির শুক্তো, দ্রুত মিলবে উপশম, জানুন রেসিপি

তাছাড়াও এখানে আসলে পরে আপনি এই ঝর্ণায় স্নান করতেও পারেন। আবার এই স্রোতস্বিনী রেলি নদীতে গা ভাসিয়ে দিতে চাইলেও সেই সুযোগ আছে। তাছাড়া এখানে ঘুরতে আসলে আপনি দেখতে পাবেন, নদীর বুক চিরে চলে গিয়েছে ঝুলন্ত ব্রিজ। যে ব্রিজ উপত্যকার ঠিক মাঝখানে দুটি পাহাড়কে সংযুক্ত করেছে।

যেখানে আপনি সারাদিন মন মতন ঘুরতে পারবেন। পাশাপাশি এই ব্রিজের ওপর দিয়ে যতবার খুশি ততবার খেতে পারাপার করা যেতে পারে। হাতে সময় থাকলে আপনি ঘুরে আসতে পারেন এই জায়গাটির থেকে। কারণ এইখানে রয়েছে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত একটি বাড়ি।

কীভাবে যাবেন ও কোথায় থাকবেন?

শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি ট্রেন ধরে নেমে পড়ুন জলপাইগুড়িতে। এরপর সেখান থেকে গাড়ি ভাড়া করে চলে আসতে হবে কালিংপং। তারপর সেখান থেকে বিদ্যাংয়ের দূরত্ব পড়বে মাত্র ১৭ কিলোমিটার। বাজেট কম থাকলে আপনি শেয়ার গাড়ি করেও এখানে আসতে পারেন। এছাড়াও আপনি চাইলে বাগডোগরা বিমানে করে এসে, গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারেন বিদ্যাং।

পাশাপাশি এখানে থাকার জন্য রয়েছে কয়েকটা হোমস্টে। যেখানে মাথা পিছু ১২০০ থেকে ১৫০০ টাকা করে ভাড়া পড়বে। তাছাড়া যাতায়াত ও বেড়ানোর খরচটা কিন্তু আলাদা। তবে আপনি যদি পরিবার নিয়ে এখানে ঘুরতে আসেন তাহলে আগের থেকে হোমস্টে বুক করে আসা ভালো হবে (Travel)।