বাংলা হান্ট ডেস্কঃ এক প্রতিবন্ধী মেয়েকে তাঁর মৃত বাবার পারিবারিক পেনশন (Pension) থেকে বঞ্চিত করা যাবে না। সম্প্রতি এমনই একটি গুরুত্বপূর্ণ রায় দিল পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট। মেয়েটি ৭০% প্রতিবন্ধী এবং তাঁর স্বামীও ১০০% প্রতিবন্ধী। বাবা-মা দু’জনেই মারা যাওয়ায় তিনিই ছিলেন একমাত্র উত্তরাধিকারী। তবুও সরকার বারবার তাঁর পেনশনের দাবি খারিজ করেছিল। দীর্ঘ লড়াইয়ের শেষে হাইকোর্ট বলল, নিয়ম অনুযায়ী মেয়েটির পেনশন পাওয়ার পুরো অধিকার আছে, তাঁকে পেনশন দিতেই হবে।
মেয়েটির বাবা সুরিন্দর পাল ৩০ জুন ১৯৯৯ সালে সরকারি চাকরি থেকে অবসর নেন এবং সেদিনই তাঁর পেনশনের অনুমোদন হয়। ২০১২ সালের ১৯ আগস্ট মেয়েটির মা মারা যান। পরে ২০১৪ সালের ১০ অক্টোবর সুরিন্দর পালও প্রয়াত হন। বিশেষভাবে প্রতিবন্ধী হওয়ায় মেয়েটি মৃত বাবা-মায়ের একমাত্র জীবিত আইনি উত্তরাধিকারী হিসেবে পারিবারিক পেনশনের (Pension) আবেদন করেন। কিন্তু সরকার তাঁর দাবি নাকচ করে।
পেনশনের (Pension) আবেদন প্রত্যাখ্যান করে সরকার
সরকার মেয়েটির কাছে প্রতিবন্ধী শংসাপত্র, আইনি উত্তরাধিকারী শংসাপত্র এবং সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের আয়ের শংসাপত্র জমা দিতে বলে। সমস্ত নথি সংগ্রহ করে মেয়েটি আবেদন করলেও ২০১৫ সালের ৬ নভেম্বর তাঁর দাবি প্রত্যাখ্যান করা হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনালে আপিল করেন। পরে সরকার ২০১৫ সালের সিদ্ধান্ত প্রত্যাহার করে জানায় প্রয়োজনীয় নথি জমা না করায় দাবি খারিজ হয়েছে। আবার নথি দিলে দাবি পুনর্মূল্যায়ন হবে বলেও জানানো হয়।
২০১৬ সালের ২ জুন ট্রাইব্যুনাল ডেপুটি কমিশনারকে মেয়েটির আয়ের শংসাপত্র জারি করতে নির্দেশ দেয়। এরপর ৩০ আগস্ট ২০১৬ তে তহসিলদার তাঁর স্বামীর আয়ের শংসাপত্র দেন। কিন্তু ২০১৭ সালের ৮ মে আবার চিঠি দিয়ে জানানো হয় যে, তিনি পারিবারিক পেনশনের (Pension) যোগ্য নন। এতে অসন্তুষ্ট হয়ে মেয়েটি হাই কোর্টে যান।
সব নথি, প্রতিবন্ধীতার তথ্য, আইনি উত্তরাধিকারী হিসেবে তাঁর অবস্থান এবং স্বামীর ১০০% প্রতিবন্ধীতার বিবেচনায় আদালত জানায় পাঞ্জাব সিভিল সার্ভিস রুলস অনুযায়ী তাঁকে পারিবারিক পেনশন (Pension) থেকে বঞ্চিত করা যায় না। সরকার যে কারণ দেখিয়ে দাবি নাকচ করেছে তা ‘অন্যায়’ এবং ‘অসমর্থনীয়’। ২১ মে ২০২৫-এ আদালত রায় দেন যে, ‘মেয়েটিকে পেনশন দিতে হবে’।
নিয়ম কী বলা আছে?
সেন্ট্রাল সিভিল সার্ভিসেস বিধি ২০২১ অনুযায়ী বলা আছে যে-
- কন্যা বাবার পারিবারিক পেনশনের যোগ্য।
- বিবাহিত বা বিধবা দুই অবস্থাতেই মেয়ে পেনশন পেতে পারেন।
- মেয়ে যতদিন অবিবাহিতা বা চাকরিহীন, ততদিন পেনশন পান।
- তবে শারীরিকভাবে প্রতিবন্ধী হলে আজীবন পেনশন পাওয়ার অধিকার থাকে।
- বিধবা বা বিবাহবিচ্ছিন্না কন্যাও আজীবন পেনশন পান।

আরও পড়ুনঃ হাই কোর্টে ১৯ নভেম্বরের ঘটনায় সিসিটিভিতে ধরা পড়ল ৫ পুলিশ! সিপি-র রিপোর্ট তলব আদালতের
এই সমস্ত নিয়ম-বিধি সামনে এনে আদালত স্পষ্ট জানিয়ে দেয় যে, মেয়েটি আইন অনুযায়ী বাবার পেনশন পাওয়ার সম্পূর্ণ যোগ্য। তাই তাঁকে পেনশন (Pension) থেকে বঞ্চিত করা যাবে না।












