হাওড়া ডিভিশনে ট্রাফিক ব্লক, রবিবার বাতিল ৫ জোড়া লোকাল ট্রেন

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : গণপরিবহনের ক্ষেত্রে বহু মানুষের কাছেই ট্রেন (Local Train) একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। নিত্যদিন বিভিন্ন কাজে লক্ষ লক্ষ মানুষ লোকাল ট্রেনে ভ্রমণ করে থাকেন। তাই কোনো সময় ট্রেন পরিষেবা ব্যাহত হলে বড়সড় সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। রবিবার হাওড়া ডিভিশনে বাতিল হয়েছে মোট ১১ টি লোকাল ট্রেন (Local Train)। ফলত সপ্তাহান্তেও যাত্রী ভোগান্তির মুখে পড়তে হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

১১ টি লোকাল (Local Train) বাতিল হাওড়া ডিভিশনে

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ইঞ্জিনিয়ারিং, ওভারহেড ইকুইপমেন্ট, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন সংক্রান্ত রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার ট্রাফিক ব্লক রাখা হচ্ছে হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায়। হাওড়া-ব্যান্ডেল লোকাল, হাওড়া-শেওড়াফুলি লোকাল, হাওড়া-আরামবাগ লোকালের মতো মোট ১১ টি ট্রেন বাতিল করা হয়েছে।

Many local train cancelled in Howrah Division

কোন কোন ট্রেন বাতিল: হাওড়া থেকে বাতিল হয়েছে একগুচ্ছ ট্রেন। বাতিল হয়েছে ৩৭০৫৫ হাওড়া-শেওড়াফুলি লোকাল যা হাওড়া থেকে ছাড়ে সকাল ১১ টা ৫২ তে, ৩৭২৪৯ হাওড়া-ব্যান্ডেল লোকাল (Local Train) যা হাওড়া থেকে ছাড়ে দুপুর ১ টা ২৫ মিনিটে, ৩৭৩৬৩ হাওড়া-আরামবাগ লোকাল যা হাওড়া থেকে ছাড়ে বেলা ১২ টা ১৫ তে। এছাড়াও বাতিল করা হয়েছে ৩৬৮২৩ হাওড়া-বর্ধমান লোকাল (ভায়া কর্ড) যা হাওড়া থেকে ছাড়ে সকাল ১০ টা ১৭ তে।

আরও পড়ুন : নতুন গল্পে পুরনো জুটি, ট্র্যাক শুরু হতে না হতেই বিদায় ঘন্টা বেজে গেল জলসার মেগার

একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা: ৩৭২৪৬ ব্যান্ডেল-হাওড়া লোকাল যা ব্যান্ডেল থেকে ছাড়ে বেলা ১২ টা ৩০ এ, তা বাতিল করা হয়েছে। বাতিল হয়েছে ৩৭৭৪৯ ব্যান্ডেল-কাটোয়া লোকাল যা বেলা ১২ টা ১৫ তে ছাড়ে ব্যান্ডেল থেকে। ৩৭৩৬৪ আরামবাগ-হাওড়া লোকাল, দুপুর ২ টো ৫০ এ আরামবাগ থেকে ছেড়ে যায়। এই ট্রেনটিও বাতিল হয়েছে। বাতিল হয়েছে ৩৭৩৯৬ আরামবাগ-তারকেশ্বর লোকাল যা দুপুর ৩ টে ৫২ তে আরামবাগ থেকে ছাড়ে। ৩৬৮৩৪ বর্ধমান-হাওড়া লোকাল, সকাল ১০ টা ৫ এ বর্ধমান থেকে ছাড়ে, ৩৭০৫৬ শেওড়াফুলি-হাওড়া লোকাল, বেলা ১২ টা ৩৫ এ শেওড়াফুলি থেকে ছাড়ে, ৩৭৭৪৮ কাটোয়া-ব্যান্ডেল লোকাল, কাটোয়া থেকে ছাড়ে দুপুর ১ টায়। এই ট্রেনগুলিও বাতিল হয়েছে।

আরও পড়ুন : পরিস্থিতি থমথমে, কীভাবে শুট হচ্ছে জিতু-দিতিপ্রিয়ার সিন? সিরিয়ালের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় দর্শকরা

এছাড়াও বেশ কিছু পরিবর্তন এসেছে ট্রেন পরিষেবায়। ৩৭৩৬৫ হাওড়া-আরামবাগ লোকাল যাবে তারকেশ্বর পর্যন্ত। ৫৩০০৯ কাটোয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার কাটোয়া স্টেশন থেকে বেলা ১২ টায় ছাড়ার বদলে বেলা ১২ টা ৩০ এ ছাড়বে।