বাংলা হান্ট ডেস্কঃ অনেক দিন ধরে টানাটানি চলার পর অবশেষে পশ্চিমবঙ্গের (West Bengal Government) জন্য আটকে থাকা তহবিল ছাড়ার কথা জানাল কেন্দ্র। এতে কিছুটা স্বস্তি ফিরেছে রাজ্য প্রশাসনের মধ্যে।
কেন রাজ্যের (West Bengal Government) তহবিল আটকে দিয়েছিল কেন্দ্র?
প্রতি বছরই কেন্দ্র অর্থবর্ষে দু’টি কিস্তিতে টাকা দেয় রাজ্যকে (West Bengal Government)। চলতি বছরের জুলাই মাসে প্রথম কিস্তির টাকা রাজ্য দাবি করে। কিন্তু তার পরেই কেন্দ্র একটি চিঠি পাঠায়। সেখানে বলা হয়, ষষ্ঠ অর্থ কমিশনের রিপোর্ট বিধানসভায় জমা না পড়া এবং আরও কয়েকটি কারণে তহবিল আটকে দেওয়া হতে পারে। এই নিয়ে কার্যত হুঁশিয়ারি দেওয়া হয় রাজ্যকে।
রাজ্যের কত টাকা আটকে রেখেছিল কেন্দ্র?
এর পরে রাজ্য (West Bengal Government) দ্রুত ‘কমপ্লায়েন্স রিপোর্ট’ সহ সব নথি কেন্দ্রকে পাঠিয়ে দেয়। তবুও বেশ কিছু মাস কেটে যায়। এই সময়ে রাজ্য কেবলমাত্র ৬৮০ কোটি টাকার নিঃশর্ত তহবিল পায়। কিন্তু শর্তাধীন ১০২১ কোটি টাকা আটকে ছিল।
এই টাকা দিয়ে গ্রামে পানীয় জল, নিকাশি ব্যবস্থা এবং অন্য উন্নয়ন প্রকল্প চালানো হয়। ফলে টাকা আটকে থাকায় সেই সব কাজ ধীর হয়ে গিয়েছিল। কয়েক সপ্তাহ আগেও রাজ্য কেন্দ্রকে অনুরোধ করে দ্রুত টাকা ছাড়ার জন্য। শেষমেশ চলতি সপ্তাহে কেন্দ্র জানায়, আটকে থাকা ওই ১০২১ কোটি টাকা ছাড়ছে তারা।

আরও পড়ুনঃ হাই কোর্টে ১৯ নভেম্বরের ঘটনায় সিসিটিভিতে ধরা পড়ল ৫ পুলিশ! সিপি-র রিপোর্ট তলব আদালতের
একজন রাজ্য প্রশাসনিক কর্তা জানান, “অর্থবর্ষ শেষ হতে আর চার মাস বাকি। এই টাকা দিয়ে যে কাজ ছিল, সেগুলো দ্রুত শেষ করে আমাদের দ্বিতীয় কিস্তির টাকা দাবি করতে হবে। যদি আরও একটু আগে টাকা পাওয়া যেত, তাহলে আরও ভালো হত।” এখন রাজ্যের (West Bengal Government) লক্ষ্য যত দ্রুত সম্ভব কাজ শেষ করে পরবর্তী কিস্তির দাবি তোলা। এতে গ্রামীণ প্রকল্পের কাজও আবার গতি পাবে বলে আশা প্রশাসনের।












