বাংলা হান্ট ডেস্ক : গোটা দেশজুড়ে এখন IPL-র উন্মাদনা। ভারতীয় জাতীয় দলের রথী মহারথীরা যেভাবে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ছে, তা বেশ তারিয়ে তারিয়ে উপভোগ করছে ক্রিকেট ভক্তরা। বিশেষ করে জয়ের হ্যাট্রিক দিয়ে মরশুম শুরু করা KKR-এর দিকে নজর রয়েছে সকলের। যদিও গতকাল CSK-র সাথে ম্যাচ হেরে বাড়ি ফিরেছে কলকাতা। তবে সেই হার পয়েন্ট টেবিলে বিশেষ প্রভাব ফেলতে পারেনি।
এইমুহুর্তে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের (Shah Rukh Khan) কলকাতা। তবে জানেন কি কেবল KKR-ই নয়, এছাড়া আরও ৩টি দলের মালিকানা রয়েছে শাহরুখের হাতে। কোন কোন দলের মালিক শাহরুখ? চলুন দেখে নিই বিস্তারিত।
কেকেআরের শুরু এবং সাফল্য : সাল ২০০৮-এ IPL এর সূচনার সময় শাহরুখ, জুহি চাওলা এবং জয় মেহতার সাথে রেড চিলিজ এন্টারটেইনমেন্টের মাধ্যমে 75.09 মিলিয়ন ডলার ভারতীয় মূদ্রায় আনুমানিক ৬২৬ কোটি টাকা দিয়ে কলকাতা ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি অধিগ্রহণ করেন। আইপিএল-র ইতিহাসে মুম্বাই ইন্ডিয়ানস এবং চেন্নাইয়ের পর তৃতীয় সফল দল এটি। ২০১২ এবং ২০১৪ সালে মোট দুবার সেরার শিরোপা জেতে এই দল।
আরও পড়ুন : CSK-র কাছে পর্যদুস্ত কলকাতা! এই পাঁচ কারণে থামল KKR-র বিজয়রথ
তবে কেকেআর-ই শাহরুখের একমাত্র ক্রিকেট দল নয়। এছাড়াও আরও তিনটি দলের মালিক কিং খান। তালিকায় রয়েছে আবুধাবি নাইট রাইডার্স, লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স, এবং ট্রিনবাগো নাইট রাইডার্স। উল্লেখ্য যে, এই প্রতিটি দল রেড চিলিস এন্টারটেইনমেন্টের অধীনে নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির অংশ।
আরও পড়ুন : CSK-র সাথে হারের পর নো লস KKR-র! পয়েন্ট টেবিলে ওলটপালট সবকিছু
উল্লেখ্য যে, লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স খেলে মেজর লিগ ক্রিকেট। যেখানে আবু ধাবি নাইট রাইডার্স খেলে মূলত ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টিতে। যেখানে ত্রিনবাগো নাইট রাইডার্সের লড়াই উইমেনস ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে। এছাড়া কলকাতা নাইট রাইডার্স তো রয়েইছে। এই চার ফ্র্যাঞ্চাইজি থেকে প্রতি বছরই একটা মোটা অঙ্কের টাকা পকেটে ঢোকান শাহরুখ। জেনে অবাক হবেন যে, এই চার ফ্র্যাঞ্চাইজির মূল্যায়ন এখন ৯১৪৭ কোটি টাকার উপর। বিগত এক দশকে শাহরুখ ক্রিকেট ব্যবসা থেকেই ফুলেফেঁপে উঠেছে শাহরুখের ব্যাঙ্ক ব্যালেন্স।