কলকাতা মেট্রোয় AI যুগের সূচনা—নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ ও পরিষেবায় আসছে পরিবর্তন

Published on:

Published on:

Kolkata Metro to take help of AI for safety
Follow

বাংলা হান্ট ডেস্ক: দিল্লির বিস্ফোরণের পর আর যাতে সেরকম বড় কোন বিস্ফোরণের পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য বড় সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো (Kolkata Metro)। কারণ ২০২৬ সালের মধ্যে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে মেট্রোকে। এমনটাই সূত্র তরফ থেকে জানা গেছে। একের জন্য আনা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অর্থাৎ এআই (AI)। এখন নিশ্চয়ই ভাবছেন মেট্রোর নিরাপত্তার সঙ্গে এই কৃত্রিম বুদ্ধিমত্তার সম্পর্ক কি। চলুন বিস্তারিতভাবে জেনে নিন।

নিরাপত্তার জন্য কলকাতা মেট্রো সাহায্য নিতে চলেছে এআই এর (Kolkata Metro)

দ্য টেলিগ্রাফ রিপোর্ট অনুযায়ী, কলকাতা মেট্রো (Kolkata Metro) ব্লু লাইনে নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর মার্চ মাসের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, আইপিভিত্তিক সিসিটিভি নজরদারি নেটওয়ার্কিং চালু হতে চলেছে এই লাইনে। এর ফলে যাত্রী সুরক্ষা আরো উন্নত হবে বলে মনে করা হচ্ছে।

Kolkata Metro to take help of AI for safety

আরও পড়ুন: ঝোল বা কষা নয়! ‘কোলাপুরি মাটনের’ দাপটে সাজান ছুটির দুপুরের পাত, রেসিপি রইল

যদিও এর জন্য ২৫.৩৪ কোটি টাকা ব্যায়ের আপগ্ৰেটের মধ্যে ইতিমধ্যে ১৬৭৮ টি হাই রেজোলিউশন বিশিষ্ট ক্যামেরা ইনস্টল করা হবে। পাশাপাশি এগুলোর মাধ্যমে দ্রুত হুমকি সনাক্তকরণ, রিয়েল টাইম সতর্কতা ও উন্নত যাত্রী সুরক্ষা প্রদান করা সম্ভব হবে বলে জানা গিয়েছে।

এই বিষয়ে এক মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, এআই সিস্টেমটি প্রশিক্ষিত কর্মীদের তাৎক্ষণিকভাবে সতর্ক করতে সক্ষম হবে। অতিরিক্ত লাগেজ, অস্বাভাবিক অনুপ্রবেশ বা অস্বাভাবিক ভিড়ের আচরণ সনাক্ত করে। তাই বিষয়ে বড় তথ্য দিয়েছেন ব্লু লাইন করিডোরে প্রকল্পটি বাস্তবায়নকারী বৃহস্পতি টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজশেখর পাপোলু।

এছাড়াও এই যন্ত্রটি যে কোনও অপ্রীতিকর ঘটনার এড়ানোর জন্য মেট্রোল স্টেশনের বাইরে এবং ভিতরে এআই-এর সাহায্য নিয়ে বেশ কিছু ক্যামেরা বসানো হবে। যার নজরদারি এড়াতে পারবে না কেউ। কর্তৃপক্ষের মতে, কোনও সন্দেহজনক গাড়ি বা মানুষের গতিবিধি, অবৈধ প্রবেশ – সবই ধরা পড়বে ওই ক্যামেরাগুলিতে। পাশাপাশি কেউ যদি মেট্রো লাইনে ঝাঁপ দেয় তাহলেও এই এআই বিশিষ্ট ক্যামেরাগুলি আগের থেকে বার্তা দেবে (Kolkata Metro)।