বাংলা হান্ট ডেস্কঃ দেশের ৫২তম প্রধান বিচারপতি বিআর গবাইয়ের (BR Gavai) কার্যকালের মেয়াদ ছিল হাতে গোনা ১৯৪ দিন। রবিবার তাঁর দায়িত্বের শেষ দিন। তার আগের দিন অর্থাৎ শনিবার সন্ধ্যায়, সুপ্রিম কোর্টে আয়োজিত ফেয়ারওয়েল অনুষ্ঠানে নিজের একটি বড় অনুশোচনার কথা খোলাখুলি জানালেন তিনি। এদিন গবাইয়ের অনুশোচনা দেশের বিচার ব্যবস্থাকে এক প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।
কোন আফসোসের কথা জানিয়েছেন গবাই (BR Gavai)
ফেয়ারওয়েলে গবাই (BR Gavai) বলেন, “আমার একটাই অনুশোচনা- একজনও মহিলা বিচারপতি নিয়োগ করিয়ে যেতে পারলাম না। অনেকের নাম সুপারিশ করেছিলাম। সুপ্রিম কোর্টের কয়েকজন মহিলা আইনজীবীর নামও ছিল।” এই কথা বলার সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রথম হবু মহিলা প্রধান বিচারপতি বিভি নাগারত্ন। বর্তমানে সুপ্রিম কোর্টে তিনি একমাত্র মহিলা বিচারপতি।
একটি রিপোর্ট অনুযায়ী, ২০১৮ থেকে ২০২৫, এই সাত বছরে সুপ্রিম কোর্টের জন্য মোট ৮৬৫ জনের নাম সুপারিশ করা হয়েছে। তার মধ্যে মহিলা মাত্র ১১৫ জন। হাই কোর্টগুলোর অবস্থাও প্রায় একই। নিচু সংখ্যায় আটকে আছে মহিলা আইনজীবীরা।
ফেয়ারওয়েলে হাজির ছিলেন বিচারপতি সূর্য কান্ত, যিনি বয়োজ্যেষ্ঠতার ভিত্তিতে হচ্ছেন দেশের ৫৩তম প্রধান বিচারপতি। সূর্য কান্ত বলেন, “এই অনুষ্ঠানের আমন্ত্রণ ফিরিয়ে দিতে পারিনি। বার কাউন্সিলে মহিলা সদস্যদের অবদান ভাষায় প্রকাশ করা যায় না।”

আরও পড়ুনঃ দীর্ঘ অপেক্ষার অবসান! রাজ্যের কোষাগারে জমা হল ১০২১ কোটি, স্বস্তিতে বাংলা
উল্লেখ্য, এত কম সময়ে ৫২ জন বিচারপতিকে সুপ্রিম কোর্টে নিয়োগ করেও একজনও মহিলা বিচারপতিকে আনতে পারেননি। তার উপর গবাইয়ের (BR Gavai) বিদায়বেলায় তাঁর অনুশোচনা ফের তুলে ধরল দেশের বিচারব্যবস্থায় নারী প্রতিনিধিত্বের প্রশ্ন।












