বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা পুরনিগমকে মোটা টাকা জরিমানার নির্দেশ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আগামী তিন মাসের মধ্যে জরিমানার টাকা দিতে হবে কলকাতা পুরনিগমকে (kolkata municipal corporation)। শুক্রবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।
কোন মামলায় কড়াকড়ি আদালতের? Calcutta High Court
২০২১ সালের ঘটনা। সে বছর ২৫ ফেব্রুয়ারি রিজেক্ট পার্ক থানা এলাকার কুঁদঘাটে ম্যানহোলে নেমে বর্জ্য পরিষ্কার করতে গিয়ে দম আটকে মৃত্যু হয়, সাবির হোসেন, লিয়াকত আলি, জাহাঙ্গীর আলম এবং মহাম্মদ আলমগীর নামে চার সাফাই কর্মীর। পাশাপাশি সাইফুল ইসলাম, মহাম্মদ সলমন, মাহাবুল হক নামে আরও তিন কর্মী গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
এত গুলো মানুষের মৃত্যুতে ক্ষতিপূরণের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের করেছিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। উল্লেখ্য, কলকাতা পুরনিগমের অধীনস্ত কলকাতা এনভায়রনমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (KEIIP)-এর জন্য তাঁরা কাজ করছিলেন। অভিযোগ ছিল, ম্যানহোলে নেমে বর্জ্য পরিষ্কারের সময় কোনও সুরক্ষা বিধি মানা হয়নি। শ্রমিকদের কোমরে সামান্য দড়ি পর্যন্ত ছিল না বলে অভিযোগ তুলে দায়ের হয়েছিল মামলা।
এই মামলায় গতকাল কলকাতা হাইকোর্টের নির্দেশ, রায় ঘোষণার তিন মাসের মধ্যে কলকাতা পুরনিগমের নিকাশি বিভাগকে মৃতদের পরিবার পিছু ৩০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। এর আগে এই ঘটনায় ২০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এদিন আরও ২০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ হাইকোর্টের।
একইসাথে গুরুতর অসুস্থদের দু’মাসের মধ্যে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কড়াকড়ি করা হয়েছে কর্মীদের সুরক্ষা নিয়েও।আগামী ৩০ দিনের মধ্যে রাজ্য সরকারকে ম্যানুয়াল স্ক্যাভেনজার অ্যাক্ট, ২০১৩ অনুযায়ী গাইডলাইন তৈরির নির্দেশ হাইকোর্টের৷

আরও পড়ুন: মাংসের ঝোল ঘন, রং চকচকে—পেঁয়াজ ছাড়াই এই ৩ উপকরণে হবে দুর্দান্ত রান্না, জানুন বিস্তারিত
আগামিদিনে ম্যানহোলে নেমে বর্জ্য় পরিষ্কার করার ক্ষেত্রে সাফাই কর্মীদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত থাকে সেই বিষয়ে নজর রাখার নির্দেশ আদালতের। আদালতের নির্দেশ সঠিকভাবে পালন হল কি না, তা জানিয়ে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে রিপোর্ট দেওয়ার কথা জানানো হয়েছে।












