ইউটিউবের লং ভিডিও মনিটাইজেশন নাকি ইনস্টাগ্রামের রিল–ভিত্তিক ইনকাম, কোনটায় বেশি আসে টাকা?

Published on:

Published on:

Social Media which platform is more profitable for creators YouTube or Instagram
Follow

বাংলা হান্ট ডেস্ক: আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া (Social Media) থেকে উপার্জন করা একটা বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি বহু মানুষের কাছে এটি এখন একটি পেশা হয়ে দাঁড়িয়েছে। কারণ শুধুমাত্র ভিডিও তৈরি করে মাসের পর মাস ঘরে আসছে মোটা টাকা। যা অন্যদের অনুপ্রাণিত করছে। আবার অনেকে পরিকল্পনা করছে এই সোশ্যাল মিডিয়াকে পেশা করে নেওয়ার জন্য। কিন্তু এখন অব্দি অনেকেই জানেন না, ইউটিউব নাকি ইনস্টাগ্রাম কোন প্লাটফর্মে সবচেয়ে বেশি আয়ের সুযোগ থাকে। তো চলুন জেনে নেওয়া যাক আজকে সেই বিষয়ে বিস্তারিত।

ক্রিয়েটরদের জন্য কোন প্ল্যাটফর্ম লাভজনক—ইউটিউব না ইনস্টাগ্রাম? (Social Media)

ইনস্টাগ্রামের আয়ের মূল উৎস হল ব্র্যান্ড কলাবারেশন। অর্থাৎ আপনি কোন ব্র্যান্ডের বিজ্ঞাপন যদি করেন। তাহলেই সনস্থা আপনাকে টাকা দেবে। সে ক্ষেত্রে ক্রিয়েটারের ফলোয়ারের সংখ্যার উপর নির্ভর করে কোন ব্র্যান্ড তার সঙ্গে কাজ করবেন। পাশাপাশি তাকে কত টাকা দেবেন। অর্থাৎ এখানে ইনস্টাগ্রাম এর তুলনায় কম সময়ে আয়ের সুযোগ বেশি রয়েছে। তবে সেটি কতটা লং টার্ম এর সেটি সময় সাপেক্ষ (Social Media)।

Social Media which platform is more profitable for creators YouTube or Instagram

আরও পড়ুন: মাংসের ঝোল ঘন, রং চকচকে—পেঁয়াজ ছাড়াই এই ৩ উপকরণে হবে দুর্দান্ত রান্না, জানুন বিস্তারিত

কিন্তু সেক্ষেত্রে ইউটিউবের আয়ের উৎস অনেকটাই বেশি। যদিও প্রথম ক্ষেত্রে এর ধাপ প্রেরণা একটুও কঠিন। কারণ নিয়ম অনুযায়ী ওয়াচ টাইম ও সাবস্ক্রাইবার হওয়ার পরেই আপনার সেই অ্যাকাউন্ট মনিটাইজেশন হয়।

সেক্ষেত্রে আপনাকে আজকে আপলোড করা ভিডিও থেকে আপনি সারা জীবনের জন্য আয়ের সুযোগ পাবেন। কারণ ভিউ হলেই টাকা জমা হবে অ্যাকাউন্টে। এছাড়াও রয়েছে বিজ্ঞাপন ও ব্র্যান্ড প্রমোশন। ইউটিউবের আয় শুরু হতে খানিকটা সময় লাগলো তার লং টার্ম পর্যন্ত চলতে থাকে (Social Media)।

তবে দীর্ঘমেয়াদি আয়ের ক্ষেত্রে ইউটিউবকে আরও স্থিতিশীল ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসাবে বিবেচনা করা হয়। কারণ, ভিডিও আপলোড হওয়ার পরেও বছরের পর বছর ধরে ভিউ বাড়তে থাকে ও আয় বাড়তে থাকে। অন্যদিকে, ইনস্টাগ্রাম কন্টেন্টের আয়ু কম থাকে, রিল কয়েক দিনের মধ্যেই ট্রেন্ডের বাইরে চলে যায় (Social Media)।