মহিলাদের চুমু, খোলা পিঠে হাত! প্রচারে বেরিয়ে বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী খগেন

বাংলা হান্ট ডেস্কঃ শিয়রে লোকসভা নির্বাচন। প্রত্যেক প্রার্থী এই মুহূর্তে জোরকদমে প্রচার করছেন। এই আবহেই বিতর্কে জড়ালেন খগেন মুর্মু (Khagen Murmu)। প্রচারে বেরিয়ে মহিলার গালে চুমু, পিঠে ‘অশ্লীল’ভাবে হাত দেওয়ার অভিযোগ উঠেছে মালদা উত্তরের বিজেপি (BJP) প্রার্থীর বিরুদ্ধে। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সে সেকল ছবি।

মঙ্গলবার সকালে তৃণমূল (TMC) কংগ্রেসের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে খগেনের নির্বাচনী প্রচারের (Election Campaign) কয়েকটি ছবি শেয়ার করা হয়। এর মধ্যে একটি ছবিতে দেখা যাচ্ছে, একজন মহিলার খোলা পিঠে হাত রেখেছেন খগেন। আরেকটিতে আবার এক তরুণীর গালে চুম্বন করতে দেখা যাচ্ছে তাঁকে। এই ছবিগুলি শেয়ার করে বিজেপি প্রার্থীকে (BJP Candidate Khagen Murmu) আক্রমণ শানিয়েছে তৃণমূল।

তৃণমূল লিখেছেন, ‘এইমাত্র যা দেখলেন সেটা যদি না বুঝতে পারেন তাহলে বলি, ছবিতে বিজেপি সাংসদ এবং মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মুকে দেখা যাচ্ছে। নির্বাচনী প্রচারে বেরিয়ে উনি একজন মহিলাকে চুম্বন করছেন’।

আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গে ফের বাড়বে গরম, বৃষ্টি নিয়েও সুখবর শোনাল আবহাওয়া দফতর

এখানেই না থেমে সেই পোস্টে দাবি করা হয়েছে, বিজেপিতে নারীবিরোধী নেতাদের অভাব নেই। তৃণমূল লিখেছে, ‘মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থা থেকে শুরু করে বাঙালি মহিলাদের সম্বন্ধে কুরুচিকর গান লেখা। বিজেপি শিবিরে নারী বিরোধী নেতার কোনও অভাব নেই। এভাবেই মোদীর পরিবার নারীর সম্মান করে। যদি ক্ষমতায় আসে তাহলে এনারা কী করবেন ভাবুন!’

এদিকে যাকে নিয়ে বিতর্ক সেই খগেনের কথায়, ‘এটা তৃণমূলের সংস্কৃতি। বাচ্চাকে প্রত্যেকে আদর করে। ও একটা বাচ্চা মেয়ে, আমার পরিচিত এবং খুব কাছের। ঘটনার সময় ওর মা-বাবার পাশে ছিল। এই ছবিটি সমাজমাধ্যমে পোস্ট করে নারী জাতির অপমান করেছে তৃণমূল’। কমিশন এবং সাইবার ক্রাইম বিভাগে নালিশ করার হুঁশিয়ারিও দিয়েছেন মালদা উত্তরের পদ্ম প্রার্থী।

bjp candidate khagen murmu kiss controversy

এদিকে যে মেয়েটিকে চুম্বন নিয়ে এত শোরগোল তাঁর দাবি, এই ছবি ভাইরাল হওয়ায় তিনি অসম্মানিত। জানা যাচ্ছে, সেই মেয়েটি নার্সিং পড়ুয়া। কমিশনের কাছে লিখিত অভিযোগ জানাবেন, বলেন তিনি। এদিকে স্থানীয় তৃণমূল নেতা বাবলার কথায়, মেয়েটির সঙ্গে বিজেপি প্রার্থীর কোনও সম্পর্ক থাকতে পারে। তবে এভাবে প্রকাশ্য রাস্তায় চুম্বন ভীষণ নিন্দনীয়। ছবিটি বিজেপির কেউ ভাইরাল করেছে বলেও দাবি করেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর