বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ সরকার আগামী বিধানসভা নির্বাচনের আগে শিল্পের ক্ষেত্রে বড় পদক্ষেপ নিতে চাইছে। ছোট ও মাঝারি শিল্পে আরও বিনিয়োগ আনা এবং নতুন চাকরির সুযোগ তৈরি করাই এর লক্ষ্য। নবান্ন (Nabanna) তরফে জানানো হয়েছে এরজন্য আসানসোলের ধর্মায় তৈরি হচ্ছে একটি আধুনিক শিল্প পার্ক। প্রায় ৭ একর জমির উপর এই শিল্প পার্ক তৈরি হচ্ছে।
আগামী ১৮ ডিসেম্বর শিল্প সম্মেলন করছে নবান্ন (Nabanna)
নবান্ন (Nabanna) সূত্রে জানা গিয়েছে, পার্ক তৈরির জন্য প্রয়োজনীয় রাস্তা, বিদ্যুৎ, জল-সহ সমস্ত পরিকাঠামোর কাজ শেষের পথে। আগামী ১৮ ডিসেম্বর রাজ্য সরকার একটি শিল্প সম্মেলন করছে। সেই সম্মেলনে এই শিল্প পার্কটি বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা হবে। সরকারি আধিকারিকদের মতে, পার্কটি চালু হলে পশ্চিম বর্ধমানে শিল্প বিনিয়োগ অনেকটাই বাড়বে। উদ্যোক্তাদের জন্য এখানে জমি, গুদাম, পরিষেবা কেন্দ্র, বিদ্যুৎ, জল, সব সুবিধাই একসঙ্গে পাওয়া যাবে। এতে নতুন ব্যবসা শুরু করা অনেক সহজ হবে।
নবান্নের (Nabanna) এক শীর্ষ আধিকারিক বলেন, “এই প্রকল্প শুধু একটি শিল্প পার্ক নয়, ভবিষ্যতে এটি পশ্চিম বর্ধমানের প্রধান শিল্পকেন্দ্র হয়ে উঠতে পারে।” তাঁর মতে, বিনিয়োগ বাড়লে এলাকার যুবসমাজের জন্যও প্রচুর চাকরির সুযোগ তৈরি হবে।

আরও পড়ুনঃ বিহারের পর টার্গেট বাংলা! বাইরে থেকে ‘স্পেশাল ফোর্স’ এনে সংগঠন শক্ত করছে BJP
ক্ষুদ্র শিল্প দপ্তর জানাচ্ছে, এই প্রকল্পের জন্য খুব শিগগিরই উদ্যোক্তাদের জমি বরাদ্দ, প্রকল্পের অনুমোদন এবং অন্যান্য সহায়ক পরিষেবা দিতে শুরু করা হবে। প্রশাসনের দাবি, আসানসোল অঞ্চলের পুরনো শিল্প পরিবেশ এবং ভালো পরিবহণ সুবিধা এই জায়গাকে আরও আকর্ষণীয় করবে।নবান্নের (Nabanna) আশা, এই নতুন উদ্যোগ পশ্চিম বর্ধমানের অর্থনীতি ও শিল্প, দুইই আরও উন্নত করবে।












