বাংলাহান্ট ডেস্ক : অফিস টাইমে লোকাল ট্রেনে যে পরিমাণ ভিড় হয় তা কখনো কখনো সহনশীলতার বাইরে পৌঁছে যায়। যারা প্রতিদিন এই সময়গুলোতে লোকাল ট্রেনে যাতায়াত করেন, তারাই একমাত্র বুঝবেন এই যন্ত্রণা। সেই সমস্যা দূর করতে তৎপর হল পূর্ব রেল। এর জন্য করতে হবে লাইন সম্প্রসারণ।
সেই লক্ষ্যে ইতিমধ্যে কাজও শুরু হয়েছে জোরকদমে।পূর্ব রেলের পক্ষ থেকে শিয়ালদা ডিভিশনের শিয়ালদা-রানাঘাট এবং শিয়ালদা-বনগাঁ শাখায় চালানো হবে ১২ কোচের লোকাল ট্রেন। শিয়ালদা দক্ষিণ শাখায় ইতিমধ্যেই চলাচল করে ১২ কোচের লোকাল ট্রেন। এবার শিয়ালদার ৫টি প্ল্যাটফর্ম থেকেই ছাড়বে ১২ কোচের লোকাল ট্রেন।
আরোও পড়ুন : ‘ও অভাগী’ ছবির আয় থেকেই হবে গরীব শিশুদের চিকিৎসা! বেনজির কীর্তি প্রযোজক ডাঃ প্রবীর ভৌমিকের
পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হচ্ছে, কাজ শেষ হয়েছে চার নম্বর প্ল্যাটফর্মের একাংশে। প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছে এক, দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মে। আরো মাস খানেক লেগে যেতে পারে ওভারহেড তার, সিগন্যালিংয়ের জন্য নন-ইন্টারলকিংয়ের মতো কাজ শেষ করতে। দৈর্ঘ্য বাড়ানো হবে ৫ নম্বর প্ল্যাটফর্মের।
আরোও পড়ুন : ঢুকছে চায়না বারুদ! বীরভূম ছেয়েছে নতুন বোমায়, এই বিস্ফোরকের ক্ষমতা জানলে আঁতকে উঠবেন
পূর্ব রেল জানাচ্ছে, ১২ কোচের লোকাল ট্রেন আগামী জুনের মধ্যেই শিয়ালদা মেন লাইনের এক, দুই, তিন, চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে চলাচল শুরু করবে। পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছেন, শিয়ালদা মেন লাইনের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধি করে ১২ কোচের লোকাল ট্রেন দ্রুত চালানো হবে। এই কাজের জন্য মাঝে মাঝে ট্র্যাফিক ব্লক করা হবে।
লোকাল ট্রেনের স্বাভাবিক পরিষেবা তার ফলে ব্যাহত হতে পারে। সাময়িক সময়ের জন্য যাত্রীদের দুর্ভোগ হলেও, তার সুফল দীর্ঘস্থায়ী হবে। ভারতীয় রেলের হিসাব অনুযায়ী, বর্তমানে একটি ৯ কোচের লোকাল ট্রেনে ৩৩০ জন যাত্রী বসে ও ১,২০০ জন যাত্রী দাঁড়িয়ে যেতে পারেন। সেক্ষেত্রে ১২ কোচের লোকাল ট্রেন চালানো হলে আরো বেশি সংখ্যক যাত্রী যাতায়াত করতে পারবেন।