জি-২০–তে ফের বাজল ‘মেলোডি’ সুর!মোদি–মেলোনির হাসিমুখে নেটদুনিয়ায় হইচই

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে চলতি জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে ফের আলোচনায় এলেন দুই আন্তর্জাতিক নেতা—ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। শুক্রবার সম্মেলনস্থলে দু’জনকে হাসিমুখে অভিবাদন জানাতে ও সৌহার্দ্যপূর্ণ কথোপকথনে ব্যস্ত দেখা যায়। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে তাঁদের উষ্ণ সম্পর্ক আগেই নজর কাড়লেও, জোহানেসবার্গে তাঁদের স্বতঃস্ফূর্ত সাক্ষাৎ আরও একবার সেই বন্ধুত্বকে নতুন আলোয় তুলে ধরল। এর আগে গত জুন মাসে কানাডার কানানাস্কিসে জি-৭ বৈঠকের সময় শেষবার মুখোমুখি হয়েছিলেন দুই নেতা।

জি-২০ সম্মেলনের মঞ্চে মোদি (Narendra Modi)-মেলোনির সৌহার্দ্য বিনিময়

মোদির (Narendra Modi) সঙ্গে মেলোনির বন্ধুত্ব নিয়ে বিশ্বজুড়ে ইতিমধ্যেই আলোড়ন সৃষ্টি হয়েছে। একাধিক আন্তর্জাতিক সম্মেলনে তাঁদের ‘সেলফি মোমেন্ট’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিশেষত ২০২৩ ও ২০২৪ সালে তোলা সেলফিগুলি #Melodi হ্যাশট্যাগে ছড়িয়ে পড়ে, যা রাজনীতির গণ্ডি ছাড়িয়ে সাধারণ মানুষের মধ্যেও দারুণ জনপ্রিয়তা পায়। এই ট্রেন্ড নজর এড়ায়নি দুই রাষ্ট্রনেতারই। একবার প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সেলফি তুলে মেলোনি হাসতে হাসতে লিখেছিলেন—“হ্যালো ফ্রম দ্য মেলোডি টিম।”

আরও পড়ুন: বেআইনি অনুপ্রবেশে জিরো টলারেন্স, প্রতিটি জেলায় ডিটেনশন সেন্টারের নির্দেশ যোগী সরকারের

শুধু সৌজন্য বিনিময় নয়, রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও মোদি (Narendra Modi)-মেলোনির equation যথেষ্ট দৃঢ়। ইতালির প্রধানমন্ত্রীর স্মৃতিকথার ভারতীয় সংস্করণের ভূমিকা লিখে দিয়েছেন নরেন্দ্র মোদি নিজেই। সেই ভূমিকায় তিনি জানিয়েছেন, মেলোনির প্রতি তাঁর ‘শ্রদ্ধা, প্রশংসা এবং বন্ধুত্ব’ থেকেই তিনি কলম ধরেছেন। পাশাপাশি মেলোনিকে তিনি একজন “দেশপ্রেমিক এবং সমসাময়িক অসাধারণ নেতা” বলে উল্লেখ করেন। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উন্নয়নে এই ব্যক্তিগত সৌহার্দ্যকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

অন্যদিকে, এ বছরের সেপ্টেম্বর মাসে মোদির (Narendra Modi) ৭৫তম জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন জর্জিয়া মেলোনি। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছিলেন—“ভারতের প্রধানমন্ত্রীকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। তাঁর শক্তি, সংকল্প এবং কোটি কোটি মানুষকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আমাদের অনুপ্রেরণা। তাঁর সুস্বাস্থ্য কামনা করি এবং আশা করি ভারতকে আরও উজ্জ্বল ভবিষ্যতের দিকে তিনি এগিয়ে নিয়ে যাবেন। ভারত-ইতালি সম্পর্ক আরও দৃঢ় হোক।” এই বার্তা দুই দেশের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককেও আরও একধাপ এগিয়ে দেয়।

Narendra Modi and Meloni met at G20 Summit.

আরও পড়ুন:নিশ্চিন্তে থাকার দিন শেষ, ভূমিকম্পে কী প্রভাব পড়বে কলকাতায়? বড়সড় আশঙ্কার কথা শোনালেন ভূবিজ্ঞানীরা

এদিকে তিন দিনের সফরে আফ্রিকায় গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। জি-২০-র মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, বিশ্বের সার্বিক উন্নতির জন্য আফ্রিকা মহাদেশের দ্রুত অগ্রগতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের পক্ষ থেকে আফ্রিকায় বিনিয়োগ, সহযোগিতা ও উন্নয়নমূলক প্রকল্পে ধারাবাহিক সমর্থন অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, আফ্রিকাকে কেন্দ্র করে ভারতের সক্রিয় ভূমিকা এবং ইউরোপীয় দেশগুলির সঙ্গে কৌশলগত সহযোগিতা—দু’দিকেই ভারত এখন সমান গুরুত্ব দিচ্ছে।

জি-২০ শীর্ষ সম্মেলনে মোদি (Narendra Modi)-মেলোনি দ্বিপাক্ষিক সৌহার্দ্যের এই মুহূর্ত তাই কেবল বন্ধুত্বের প্রতীকই নয়, বরং আন্তর্জাতিক কূটনীতিতে ভারত ও ইতালির ক্রমবর্ধমান সহযোগিতারও ইঙ্গিত বহন করছে।