প্রত্যর্পণ নিয়ে উত্তেজনা চরমে, দিল্লিকে জরুরি বার্তা পাঠাল ঢাকা সরকার

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: ভারতের কাছে শেখ হাসিনাকে (Sheikh Hasina) ফেরত পাঠানোর আনুষ্ঠানিক অনুরোধ জানাল বাংলাদেশের  অন্তর্বর্তী সরকার। শুক্রবার বিকেলে ঢাকার ভারতীয় হাইকমিশনের হাতে বিশেষ বাহকের মাধ্যমে একটি সংক্ষিপ্ত চিঠি তুলে দেয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রক। ওই চিঠিতে অনুরোধ করা হয়েছে, ভারতের হাইকমিশনার যেন দ্রুততম সময়ে নয়াদিল্লির বিদেশ মন্ত্রকের কাছে এই বার্তা পৌঁছে দেন। তবে ভারতের তরফে এই বিষয় নিয়ে এখনও কোনও প্রকাশ্য প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হাসিনাকে (Sheikh Hasina) ফেরত চেয়ে দিল্লিতে চিঠি বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের

গত বছরের জুলাই-অগস্ট মাসে টানা ছাত্র আন্দোলন ও জনবিক্ষোভের জেরে ক্ষমতাচ্যুত হন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। আন্দোলনের সময় গণহত্যার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়, যার ভিত্তিতে সম্প্রতি ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল তাঁকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা ঘোষণা করেছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তিনি ভারতে সাময়িক আশ্রয়ে রয়েছেন। সেই প্রেক্ষিতেই তাঁকে ফেরত চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই তৎপরতা।

আরও পড়ুন: ত্রিপাক্ষিক প্রযুক্তি জোটের পথে ভারত, জি-২০ বৈঠকের ফাঁকে বড় ঘোষণা মোদির

এর আগেও শেখ হাসিনাকে (Sheikh Hasina) প্রত্যর্পণের জন্য ভারতকে কূটনৈতিক বার্তা পাঠিয়েছিল ঢাকা। ভারত সরকার সেই বার্তার প্রাপ্তিস্বীকার করলেও কোন সিদ্ধান্ত বা অবস্থান নেওয়া হয়েছে, তা প্রকাশ্যে জানাননি। ভারত ও বাংলাদেশের মধ্যে একটি আনুষ্ঠানিক প্রত্যর্পণ চুক্তি রয়েছে, যা হাসিনার আমলেই স্বাক্ষরিত হয়েছিল। ওই চুক্তি অনুযায়ী, যদি আদালতের রায়ে প্রত্যর্পণযোগ্য কোনও অপরাধ প্রমাণিত হয়, তবে দুই দেশের মধ্যে অপরাধী হস্তান্তর করা যেতে পারে। তবে চুক্তিতে কিছু গুরুত্বপূর্ণ শর্তও উল্লেখ রয়েছে। বলা হয়েছে, অপরাধ যদি পুরোপুরি রাজনৈতিক চরিত্রের হয়, তবে প্রত্যর্পণ করা যাবে না। একই সঙ্গে খুন, গুম এবং নির্যাতনের মতো অভিযোগকে রাজনৈতিক অপরাধ হিসেবে গণ্য করা হবে না বলেও চুক্তিতে স্পষ্ট করা হয়েছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ ধারা হল, যদি কোনও মামলার পেছনে প্রকৃত এবং সৎ বিচারিক উদ্দেশ্য না থাকে, অথবা মামলাটি রাজনৈতিক প্রতিহিংসার ফল হিসেবে বিবেচিত হয়, তাহলে ভারত বা বাংলাদেশ—কোনও পক্ষই সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রত্যর্পণ করতে বাধ্য নয়।

হাসিনাকে (Sheikh Hasina) নিয়ে বাংলাদেশের ট্রাইবুনালের রায় ঘোষণার পর ভারতের বিদেশ মন্ত্রক একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছিল, এই রায়ের বিষয়ে তারা অবগত। ভারত বাংলাদেশকে ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী দেশ হিসেবে উল্লেখ করে জানায়, তারা সবসময় বাংলাদেশের শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতার পক্ষে। সেই সঙ্গে জানানো হয়, বর্তমান পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে ভারত সরকার।

Bangladesh  writes to Delhi demanding return of Sheikh Hasina.

আরও পড়ুন:শান্তির বিনিময়ে ভূখণ্ড? ট্রাম্পের পরিকল্পনায় বিতর্ক, ন্যাটো থেকেও বঞ্চিত হতে পারে ইউক্রেন! বাড়ছে শঙ্কা

এ পরিস্থিতিতে শেখ হাসিনাকে (Sheikh Hasina) ফেরত পাঠানো হবে কি না, তা নিয়ে এখন দুই দেশের কূটনৈতিক মহলে জোর আলোচনার সৃষ্টি হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পাঠানো চিঠির ভিত্তিতে নয়াদিল্লি কী সিদ্ধান্ত নেয়, সেদিকে এখন নজর সংশ্লিষ্ট মহলের।