৫৩তম সিজেআই হিসেবে দায়িত্ব নিচ্ছেন সূর্য কান্ত! আজ শপথ রাষ্ট্রপতি ভবনে

Published on:

Published on:

Justice Surya Kant Takes Charge as 53rd CJI
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দেশের বিচারব্যবস্থার শীর্ষপদে আজ বড় পরিবর্তন। বিচারপতি ভূষণ আর গাভাই অবসর নেওয়ার পর সোমবার দেশের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন বিচারপতি সূর্য কান্ত (Justice Surya Kant)। রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন।

আগামী ১৪ মাস দেশের সর্বোচ্চ বিচারপতির দায়িত্ব সামলাবেন বিচারপতি সূর্য কান্ত (Justice Surya Kant)

বিচারপতি ভূষণ আর গাভাই রবিবার অবসর নেওয়ার পর সোমবার (২৪ নভেম্বর) থেকে দেশের প্রধান বিচারপতির দায়িত্ব নিতে চলেছেন বিচারপতি সূর্য কান্ত (Justice Surya Kant)। সংবিধানের ১২৪(২) অনুচ্ছেদ অনুযায়ী তাঁর নিয়োগ হয়েছে। সিনিয়রিটি মেনে বিদায়ী সিজেআই গাভাই তাঁর নামই সুপারিশ করেছিলেন। আগামী ১৪ মাস দেশের সর্বোচ্চ বিচারপতির দায়িত্ব সামলাবেন তিনি।

দায়িত্ব নেওয়ার আগেই বিচারপতি সূর্য কান্ত (Justice Surya Kant) জানিয়ে দিয়েছেন, বিচারব্যবস্থায় জমে থাকা বিপুল সংখ্যক মুলতুবি মামলা কমানোই তাঁর প্রথম লক্ষ্য। তিনি বলেন, জেলা ও নিম্ন আদালতের সমস্যাগুলি নিয়ে প্রতিটি হাই কোর্টের সঙ্গে আলাদা আলোচনা হবে। একই সঙ্গে আগামী কয়েক সপ্তাহে পাঁচ, সাত ও নয় সদস্যের একাধিক সংবিধান বেঞ্চ গঠন করা হবে বলেও জানান তিনি। উল্লেখ্য, সামনে রয়েছে ৫.২৯ কোটি মুলতুবি মামলার বিশাল বোঝা, আর সেটাকেই প্রধান অগ্রাধিকার হিসেবে দেখছেন তিনি।

বিচারপতি সূর্য কান্তর (Justice Surya Kant) পরিকল্পনায় বিশেষ জোর পাচ্ছে মধ্যস্থতা এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা। তিনি জানান যে, তিনি মনে করেন, রাজ্য ও কেন্দ্রের মধ্যে চলা বিভিন্ন বিবাদে কমিউনিটি মিডিয়েশন ব্যবহারের সুযোগ আরও বাড়ানো উচিত। এতে মামলা দ্রুত নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা বাড়বে।

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে ইতিবাচক মন্তব্য করলেও বিচারপতি সূর্য কান্ত (Justice Surya Kant)
পরিষ্কার জানিয়ে দেন, প্রক্রিয়াগত কাজে এআই সাহায্য করতে পারে ঠিকই, কিন্তু মানুষ নিজের মামলার বিচার মানুষের হাতেই দেখতে চান। তাই প্রযুক্তি ব্যবহারে সতর্কতা ও মানবিকতা বজায় রাখাই তাঁর লক্ষ্য।

Justice Surya Kant Takes Charge as 53rd CJI

আরও পড়ুনঃ ‘জীবন কার্যত ধ্বংস..,’ গ্রেপ্তারির এক যুগ পার, বারো বছর পর আবেগঘন পোস্ট কুণাল ঘোষের

ন্যাশনাল জুডিশিয়াল ডেটা গ্রিডের হিসাবে ২১ জুলাই পর্যন্ত দেশে বিচারাধীন মামলার সংখ্যা ৫.২৯ কোটি। নতুন প্রধান বিচারপতি হিসেবে তাঁকে এই বিশাল জটের মুখোমুখি হয়েই কাজ শুরু করতে হবে। নতুন দায়িত্ব গ্রহণের দিনেই বিচারপতি সূর্য কান্তের (Justice Surya Kant) সামনে তাই বড় চ্যালেঞ্জ বিচারব্যবস্থাকে আরও দ্রুত, সহজ ও মানুষের কাছে পৌঁছে দেওয়ার।