মদ্যপান, খাওয়াদাওয়া, তারপর খুন! আদর্শের মৃত্যুর নেপথ্যে উঠে এল ভয়ানক সত্য

Published on:

Published on:

Kasbah Hotel Case Youth Found Murdered After Night Out
Follow

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতার কসবা হোটেল (Kasbah Hotel Case) থেকে উদ্ধার হওয়া বীরভূমের আদর্শ লোসাল্কারের মৃত্যু ঘিরে রহস্য আরও গভীর হচ্ছে। প্রাথমিক ময়নাতদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। মৃত্যুর আগে খাওয়া-দাওয়ার সঙ্গে মদ্যপানও করেছিলেন ওই যুবক। পাশাপাশি, তাঁর মৃত্যুর কারণ হিসাবে স্পষ্টভাবে উঠে এসেছে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।

কসবা কাণ্ডে (Kasbah Hotel Case) শাসন করে খুনের

পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তে আদর্শের পাকস্থলীতে প্রায় ২০০ গ্রাম খাবারের মণ্ড পাওয়া গিয়েছে, যাতে অ্যালকোহলের উপস্থিতিও ধরা পড়েছে। তদন্তকারীদের অনুমান, শুক্রবার রাতে খাবারের পাশাপাশি মদ্যপানও করেছিলেন তিনি। এছাড়া, তাঁর গলা টিপে ধরা হয়েছিল বলেই মনে করছে পুলিশ। শ্বাসরোধ হয়ে তাঁর মৃত্যু হয়।

শনিবার দুপুরে কসবা এলাকার একটি হোটেলের ঘর থেকে আদর্শের দেহ উদ্ধার হয়। বীরভূমের বাসিন্দা আদর্শ কর্মসূত্রে কলকাতায় থাকতেন। শুক্রবার রাতে তিনি সেই হোটেলে ওঠেন। তাঁর সঙ্গে ছিলেন এক মহিলা-সহ আরও দুই ব্যক্তি। মোট দু’টি ঘর নেওয়া হয়। দাবি, একটি ঘরে ছিলেন আদর্শ, আর বাকি দু’জন ছিলেন অন্য ঘরে (Kasbah Hotel Case)।

সূত্রের খবর, শুক্রবার গভীর রাতেই ওই দুই সঙ্গী হোটেল ছেড়ে বেরিয়ে যান। এর পরে শনিবার সকালে আদর্শের দেহ পড়ে থাকতে দেখা যায় তাঁর ঘরে। দেহটি ঘরের মেঝেতে পড়ে ছিল, গায়ে কোনও পোশাক ছিল না। নাকের কাছে জমাট বাঁধা রক্ত দেখা যায়। পা বাঁধা অবস্থাতেই উদ্ধার করে পুলিশ।

Kasbah Hotel Case Youth Found Murdered After Night Out

আরও পড়ুনঃ ভোটার যাচাই করতে গিয়েই মিলল ৩৭ বছর আগে হারানো ছেলের খোঁজ! SIR-র চমৎকার পুরুলিয়ায়

ঘটনার তদন্তে নেমে রবিবার দুপুরে আদর্শের দুই সঙ্গী ধ্রুব মিত্র এবং কমল সাহাকে গ্রেপ্তার করে পুলিশ। ধ্রুবের বাড়ি নদিয়ার রানাঘাটে, আর কমলের বাড়ি ব্যারাকপুরে হলেও দু’জনেই থাকতেন দমদমের পূর্ব সিঁথিতে। বর্তমানে কসবা থানায় তাঁদের জেরা করা হচ্ছে। আদর্শের সঙ্গে তাঁদের পরিচয় কীভাবে হয়েছিল, কেন তাঁরা হোটেলে গিয়েছিলেন, এইসব তথ্য খতিয়ে দেখছে পুলিশ (Kasbah Hotel Case)।