প্রায়শই মুখে রাম নাম! দিদির আমলে BJP? রাজনীতি-হিন্দুত্ববাদ নিয়ে এবার বিস্ফোরক শ্রুতি

বাংলাহান্ট ডেস্ক : টলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক রাঙা বউ তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। ইতিপূর্বে আরো বেশ কয়েকটা সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছে কাটোয়ার নিম্নবিত্ত পরিবারের কন্যা শ্রুতি দাসকে। গায়ের রং নিয়ে প্রচুর কথা শুনতে হয়েছে তাকে।

কিন্তু লোকের কথায় পাত্তা না দিয়ে নিজের লক্ষ্যে অবিচল থেকে আজ টলি পাড়ার জনপ্রিয় নায়িকা তিনি। বর্তমানে শ্রুতির ক্যারিয়ারের গ্রাফ ঊর্ধ্বমুখী। আগামী দিনে বড় পর্দায় অভিনয় করতে চলেছেন তিনি। শিবপ্রসাদ-নন্দিতার একটি সিনেমায় রাখি গুলজারের সহ-অভিনেত্রী হিসাবে অভিনয় করবেন শ্রুতি।

আরোও পড়ুন : ইচ্ছে একটাই, তৃতীয়বার মসনদে বসুক নমো! মনোবাঞ্ছা পূরণে মা কালীকে আঙুল কেটে অর্পণ ভক্তের

সোশ্যাল মিডিয়াতে বড্ড ঠোঁট কাটা হিসেবে পরিচিত তিনি। আসলে উচিত কথা বলতে গিয়ে কোনদিনও হোঁচট খান না শ্রুতি। ট্রোলারদেরও আক্রমণেও জবাব দেন। এবার হিন্দুত্ববাদ থেকে শুরু করে বিজেপি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী। ‘ত্রিনয়নী’ সিরিয়াল খ্যাত শ্রুতি জানান, হিন্দুত্ববাদ বা বিজেপি দুটোর মধ্যে কোন বিষয় নিয়েই তিনি খুব বেশি বোঝেন না।

 

তবে অভিনেত্রীর বাড়িতে রয়েছে বজরংবলীর মূর্তি। রামভক্ত হনুমানের পরম ভক্ত তিনি। জনপ্রিয় এক সমান মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রুতি জানান, বাড়ির দরজার উপরে বাজরংবলীর মূর্তি লাগানোর কারণে প্রশ্নের মুখে পড়তে হয়েছে তার জেঠিমাকে। এই শুনে নিজেও অবাক হয়েছিলেন শ্রুতি।

বিষয়টি নিয়ে পাল্টা জবাব দিয়ে শ্রুতি বলেন “ভগবানকে পুজো করতেও আজকাল ভয় লাগছে। আমি জেঠিমাকে বললাম, আমি হনুমান চালিশা পড়ি, আমি জয় শ্রীরাম বলি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ… হরে রাম বলি। তা সেগুলো রাস্তাঘাটে বলতে গেলে লোকে কি বলবে দিদির আমলে তুই বিজেপি করছিস?”

আরোও পড়ুন : ‘ও অভাগী’তে নবরূপে ফিরলেন মিথিলা! যৌনতার ফাঁদ এড়িয়ে এ যেন শুধুই সতীত্বের জয়

পালটা প্রশ্ন, ছুড়ে দিয়ে শ্রুতি বলেন,”এই নোংরামোগুলো আমি সহ্য করতে পারি না। আমি দিদিকে ভালোবাসি না মোদিকে ভালোবাসি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কোনও ব্যক্তি স্বাধীনতা নেই? কে থালা বাজাচ্ছে আর কে দিদির জয়গান করছেন, এটার জন্য লোককে কথা শুনতে হলে এই সমাজে আমার থেকে লাভ নেই”।

shruti das work

ভবিষ্যতে কি রাজনীতিতে নামবেন শ্রুতি? অভিনেত্রী জানান, “রাজনীতি নিয়ে আমার পড়াশোনা নেই। আমি গণ্ডমূর্খের মতো দাঁড়াতে পারব না, গালাগাল থেকে পারব না। আমি অভিনেত্রী, প্রচুর মানুষ আমাকে ভালোবাসে।” তবে আইডল দেবের ডাকে ভোট প্রচার করার বিষয়ে অভিনেত্রী জানান, কি বিষয়ে প্রচার করতে হবে তা জেনে বুঝে পড়াশোনা করে তবেই তিনি পা বাড়াবেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর