বাংলা হান্ট ডেস্কঃ একাদশ-দ্বাদশ নিয়ে এখনও বিতর্ক শেষ হয়নি। আদালতে চলছে একাধিক মামলা। এই আবহেই সোমবার এসএসসি (SSC)-র নবম-দশম পরীক্ষার ফলাফল। পুজোর আগেই শিক্ষক পদে নিয়োগের পরীক্ষা নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। ইতিমধ্যেই একাদশ-দ্বাদশের ফলপ্রকাশ হয়েছে।এবার পালা নবম-দশমের।
সোমে SSC-র নবম-দশমের ফলপ্রকাশ | School Service Commission
কমিশন সূত্রে জানানো হয়েছে, সোমবার সন্ধে ৬ টার পর কমিশনের ওয়েবসাইটে ফলপ্রকাশ হবে। লিখিত পরীক্ষায় ৬০ নম্বরের মধ্যে কে কত পেয়েছেন প্রত্যেক চাকরিপ্রার্থী নিজের নম্বর জানতে পারবেন। একাদশ-দ্বাদশের ফলপ্রকাশ হলেও তাতে বহু চাকরিহারা ডাক পাননি। আপাতত সকলে নবম-দশমের ফল প্রকাশের অপেক্ষায়। তাদের চাকরি বহাল থাকছে কি না তা জানা যাবে কিছুক্ষণেই।
উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের শিক্ষকপদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ লক্ষ ৬৬ হাজার। এর মধ্যে নবম-দশম শ্রেণির জন্য পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন। আর একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য পরীক্ষা দেন ২ লক্ষ ২৯ হাজার ৪৯৭ জন। নবম দশমের ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা ২৩ হাজার ২১২।
কীভাবে ফলাফল দেখবেন?
এসএসসি নবম ও দশমের লিখিত পরীক্ষার ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পরীক্ষার্থীদের রোল নম্বর এবং জন্ম তারিখের তথ্য জমা দিয়ে ফলাফল দেখে নিতে পারবেন পরীক্ষার্থীরা। ফল প্রকাশের পর ইন্টারভিউ এবং নথি যাচাইয়ের জন্য প্রার্থীদের তালিকা প্রকাশ করবে কমিশন।

আরও পড়ুন: ভোটের আগেই মাস্টারস্ট্রোক! রাজ্য সরকারের ‘এই’ প্রকল্প নিয়ে ভালো খবর
সূত্রের খবর, ফলপ্রকাশের পর পরই শুরু হয়ে যাবে ইন্টারভিউ প্রক্রিয়া। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। প্রসঙ্গত, এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ ছিল, মে মাসের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। গোটা নিয়োগপ্রক্রিয়া শেষ করার জন্য ৩১ ডিসেম্বরের ডেডলাইন বেঁধে দিয়েছিল শীর্ষ আদালত। সেই মতোই এগোচ্ছে এসএসসি।












