বাংলা হান্ট ডেস্ক: আজকালকার দিনের চুলের সমস্যার বহু মানুষের দেখা যায়। আর এই সমস্যার থেকে মুক্তি পেতে ব্যবহার করেন আপনি অথবা আমি নানান ধরনের কেমিক্যাল প্রোডাক্ট। তবে এই সমস্ত প্রোডাক্ট ব্যবহার করে আশানরূপ ফল পাওয়া যায় না। কিন্তু আপনারা জানলে অবাক হবেন আগেকার দিনের ঠাকুরমা দিদিমারা সরষের তেল ব্যবহার করে চুলের যত্ন করতেন (Hair Care)। এমনকি এই বিষয় কেশ সজ্জা বিশেষজ্ঞরা বলছেন, মাথায় মাখার অন্যান্য তেলে তুলনায় সর্ষের তেলের ঘনত্ব একটু বেশি। তাই অনেকেই এই তেল মাখতে চান না। তবে এই তেলের ভূমিকা অনস্বীকার্য। তাছাড়া এই তেলের সঙ্গে এমন কিছু উপকরণ আছে যা মিশিয়ে চুলে মাখলে আপনি চুল পড়ার সমস্যা থেকে উপকার পাবেন।
সর্ষের তেলে এই পাঁচটি উপকরণ মিশিয়ে ব্যবহার করলে চুলের স্বাস্থ্য ও গ্রোথ বাড়বে (Hair Care)
১) জবাফুল: চুলের সমস্যা থাকলে পরে আপনি ব্যবহার করতে পারেন জবা ফুল। কারণ অনেকে এই চুল পড়ার সমস্যার জন্য জবাফুল বেটে মাথায় মাখেন। তবে সর্ষের তেলের মধ্যে জবা ফুল ফুটিয়ে মাখলে পরে চুলের অকালপক্কতা রোধ হয়। পাশাপাশি চুল পড়া, খুশকির মতন সমস্যাও বন্ধ হয় (Hair Care)।

আরও পড়ুন: রান্নাঘরেই নেপালি ফ্লেভার! কয়েক মিনিটেই তৈরি হবে চিকেন ছৈলা, রইল পদ্ধতি
২) কারিপাতা: দক্ষিণে রান্নায় কারি পাতার ব্যবহার বেশি। এছাড়াও শরীরের জন্য ভীষণ উপকারী কারিপাতা। আপনি শরীরের পাশাপাশি চুলের জন্যও এই পাতাটিকে ব্যবহার করতে পারেন। এর জন্য সরষের তেলের মধ্যে কারি পাতা ভালোভাবে ফুটিয়ে, চুলে ব্যবহার করুন। আপনার চুল পড়া অনেকটা কমবে।
৩) পেঁয়াজের রস: পিয়াজের রস সরাসরি মাথার স্কাল্পে দিলে অনেক সময় অ্যালার্জির সমস্যা হতে পারে। এর থেকে পেঁয়াজের রসের সঙ্গে সরষের তেল মিশিয়ে মাখলে পরে এই সমস্যা আপনার হবেনা। পাশাপাশি আপনি চুল পড়ার সমস্যার থেকেও মুক্তি পাবেন।
৪) মেথি: চুলের যত্ন নেওয়ার জন্য ব্যবহার করুন মেথি। চুল পড়া, শুষ্কতা, চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে মেথি। এছাড়াও স্পর্শকাতর স্ক্যাল্পের জন্য মেথি ভীষণ ভালো। তাই সর্ষের তেলের মধ্যে মেথির ফুটিয়ে সেই তেল ব্যবহার করলে আপনি চুল পড়ার সমস্যার থেকে মুক্তি পাবেন।
৫) কালোজিরে: সরষের তেলের মধ্যে কালোজিরা ফুটিয়ে মাথায় মাখলে পড়ে আপনি চুল পড়ার নিয়ন্ত্রণ করতে পারবেন। পাশাপাশি, এর মধ্যে রয়েছে ফ্যাটি অ্যাসিড। যা চুলের অকালপক্কতা দূর করতে সাহায্য করে (Hair Care)।












