দুবাইয়ে তেজস দুর্ঘটনায় ভারতীয় পাইলটের মৃত্যুর পরেও চলছে এয়ার শো! প্রতিবাদে বড় সিদ্ধান্ত মার্কিন বায়ুসেনার

Published on:

Published on:

US Air Force boycotts Dubai Air Show after Tejas Fighter Jet Crash.
Follow

বাংলাহান্ট ডেস্ক: দুবাই আন্তর্জাতিক এয়ার শো চলাকালীন ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভারতীয় বায়ুসেনার তেজস (Tejas Fighter Jet Crash) যুদ্ধবিমানের পাইলট উইং কমান্ডার নমনশ সায়লের। তবুও অনুষ্ঠান বন্ধ না করে স্বাভাবিকভাবেই শো চালিয়ে যান আয়োজকরা। এই সিদ্ধান্তকে ঘিরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। প্রতিবাদে শেষ মুহূর্তে নিজেদের পারফরম্যান্স বাতিল করে দেন মার্কিন বায়ুসেনার এফ-১৬ ভাইপার ডেমনস্ট্রেশন টিমের কমান্ডার মেজর টেলর হিস্টার। তাঁর কথায়, এমন মর্মান্তিক মৃত্যুর পরেও শো চালিয়ে যাওয়া অত্যন্ত ‘হতাশাজনক’।

তেজস দুর্ঘটনার (Tejas Fighter Jet Crash) পর দুবাই এয়ার শো বয়কট মার্কিন বায়ু সেনার:

শুক্রবার দুপুরে দুবাইয়ের আল মাকতৌম আন্তর্জাতিক বিমানবন্দরে আছড়ে পড়ে ভারতীয় বায়ুসেনার তেজস বিমানটি (Tejas Fighter Jet Crash)। আকাশে রণকৌশল প্রদর্শনের সময় হঠাৎ বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় যুদ্ধবিমান। ঘটনার কয়েক সেকেন্ডের মধ্যেই তেজস সোজা মাটিতে আছড়ে পড়ে। শেষ মুহূর্ত পর্যন্ত বিমান থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন উইং কমান্ডার নমনশ সায়ল, কিন্তু তখন তেজস ইতিমধ্যেই খুব নিচে নেমে গিয়েছিল, ফলে ইজেক্ট করার আর কোনও সুযোগ থাকেনি।

আরও পড়ুন:মাতৃদুগ্ধেও মিলছে বিষ! এই পড়শি রাজ্যে স্তনদুগ্ধে ইউরেনিয়ামের উপস্থিতি, বাড়ছে উদ্বেগ

এই দুর্ঘটনার (Tejas Fighter Jet Crash) পরেও যখন আয়োজকদের তরফে শো বন্ধ করা হয়নি, তখন অনেকে ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের মধ্যে সবচেয়ে কড়া অবস্থান নেন মার্কিন বায়ুসেনার মেজর টেলর হিস্টার। নিজের ইনস্টাগ্রাম পোস্টে তিনি লেখেন, মর্মান্তিক দুর্ঘটনার মাত্র ঘণ্টাখানেক পরেই যখন তিনি ঘটনাস্থলে পৌঁছন, তখন দেখেন দিব্যি শো চলছে। তাঁর কথায়, “আমরা প্রস্তুত থাকলেও ফাইনাল পারফরম্যান্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। ভারতীয় পাইলট এবং তাঁর পরিবারের প্রতি সম্মান দেখিয়েই এই সিদ্ধান্ত।” মার্কিন দলের এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

অন্যদিকে এই দুর্ঘটনার (Tejas Fighter Jet Crash) পরও রুশ বায়ুসেনা তবে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়নি। বরং তারা নিজেদের নির্ধারিত সময় অনুযায়ী পারফরম্যান্স করেছে। রুশ বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়, এই প্রদর্শনী উৎসর্গ করা হয়েছে সেই সব পাইলটদের, যারা জীবনের শেষ উড়ান থেকে আর ফিরে আসতে পারেননি। ভারতীয় পাইলট নমনশ সায়লের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ প্রদর্শনীও করেছে তারা।

US Air Force boycotts Dubai Air Show after Tejas Fighter Jet Crash
টেলর হিস্টার এবং নমংশ সেয়াল

আরও পড়ুন:ডিজিটাইজেশন মাত্র ৪৯%! ফর্ম ফিলআপ করলেই কি নিরাপদ নাম? জানুন কারা বাদ পড়বেন

১৭ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দুবাইয়ে আয়োজিত এই আন্তর্জাতিক এয়ার শোতে বিশ্বের বিভিন্ন দেশের ১০০-রও বেশি সামরিক বিমান অংশ নেয়। তার মধ্যেই ছিল ভারতের নিজস্ব যুদ্ধবিমান তেজস (Tejas Fighter Jet Crash), যা মাঝআকাশে চমৎকার রণকৌশল প্রদর্শনের জন্য বিশেষভাবে পরিচিত। কিন্তু শুক্রবারের ঘটনাটি শোকে ঢেকে দেয় গোটা পরিবেশকে।

এই দুর্ঘটনার (Tejas Fighter Jet Crash) তদন্ত শুরু হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গিয়েছে। তবে পাইলট নমনশ সায়লের মৃত্যু এবং তার পরেও শো চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে—জীবনের চেয়ে কি প্রদর্শনী বড়?