বাংলা হান্ট ডেস্কঃ এসআইআর (SIR) প্রক্রিয়া ঘিরে দেশজুড়ে যখন চাপ বাড়ছে, সেই সময়ই উত্তর প্রদেশে বড় পদক্ষেপ করল প্রশাসন। ভোটার তালিকার নিবিড় পরিমার্জন ও এনুমারেশন কাজের দায়িত্বে থাকা বুথ স্তরীয় আধিকারিকদের বিরুদ্ধে একসঙ্গে FIR দায়ের হয়েছে (FIR Against BLO)। নয়ডা জেলায় ৬০ জন বিএলও এবং ৭ জন সুপারভাইজারের বিরুদ্ধে তিনটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জেলা প্রশাসন। পাশাপাশি বেহরিচে আরও দু’জন বিএলওকে সাসপেন্ড করা হয়েছে।
প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহে বাংলায় তিন বিএলও-র মৃত্যু এবং কেরলে ‘কাজের চাপে’ এক বিএলও-র আত্মহত্যার ঘটনার পর থেকেই কমিশনকে ঘিরে বাড়ছে প্রশ্ন। সেই চাপের মধ্যেই ফের সামনে এল বড় ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গ।
SIR আবহে নয়ডায় ৬০ বিএলওর বিরুদ্ধে FIR
সূত্রের খবর, জনপ্রতিনিধি আইন ৩২ ধারার ভিত্তিতে এই FIR নির্দেশ দিয়েছেন নয়ডার জেলাশাসক মেধা রূপম। তিনি বর্তমানে জেলার নির্বাচন আধিকারিক হিসেবেও দায়িত্ব সামলাচ্ছেন। প্রশাসনিক সূত্রের দাবি, ওই ৬০ জন বিএলওকে একাধিকবার নোটিস পাঠানো হয়েছিল। তবুও তাঁরা দপ্তরে কাজের রিপোর্ট জমা দেননি। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ বারংবার অমান্য করাতেই তাঁদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়। তিনটি থানায় আলাদা করে অভিযোগ জমা পড়েছে (FIR Against BLO)।
বেহরিচে ২জন বিএলও সাসপেন্ড
উত্তর প্রদেশের বেহরিচেও একই কারণে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে (FIR Against BLO)। সেখানে সাসপেন্ড হয়েছেন দুই বিএলও- শামা নাফিজ ও অনুরাগ। শামা নাফিজ স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষিকা। তাঁকে বিএলওর দায়িত্ব দেওয়া হলেও তিনি কোনও কাজ করেননি বলে অভিযোগ। উর্ধ্বতন আধিকারিকরা ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন তোলেননি বলেও অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।দ্বিতীয় বিএলও অনুরাগও নিজের দায়িত্ব পূরণ করেননি। এই কারণেই তাঁকে সাসপেন্ড করেছে কমিশন।

আরও পড়ুনঃ “ইন্টারনাল ব্লিডিং-এর আশঙ্কা”, বাথরুমে পা পিছলে গুরুতর আহত কুণাল ঘোষ, মঙ্গলবার অস্ত্রোপচার
প্রসঙ্গত, পুরো দেশজুড়ে এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে যখন বিতর্ক বেড়েই চলেছে, তখন নয়ডায় ৬০ জন বিএলওর বিরুদ্ধে FIR এবং বেহরিচে ২ জনের সাসপেনশন প্রশাসনের কড়া অবস্থানই স্পষ্ট করছে। কাজ সময়মতো না করলে আর উর্দ্ধতনদের নির্দেশ অমান্য করলে যে কঠোর শাস্তি হব, প্রশাসনের এই পদক্ষেপ (FIR Against BLO) সেই বার্তাই দিল।












