বন্ধুর পরামর্শে একটি লটারির টিকিটে স্বপ্নপূরণ! সবজি বিক্রেতা জিতলেন ১১ কোটি

Published on:

Published on:

Lottery vegetable seller wins friend's help gets Tk 11 crore
Follow

বাংলা হান্ট ডেস্ক: এ যেন এক অদ্ভুত কাণ্ড। পাঞ্জাবে ঘুরতে গিয়েছিলেন এক যুবক। আর সেখানে তার বন্ধুর থেকে সাহায্য নিয়েছিল কিছু টাকার। আর তারপরেই খুলে গেল ভাগ্য। বন্ধুর কাছ থেকে টাকা ধার করে লটারি (Lottery) কেটেছিলেন সবজি বিক্রেতা। সেখানেই তিনি জিতে নিলেন ১১ কোটি টাকা। মুহূর্তের মধ্যে বদলে গেল ওই ব্যক্তির জীবন।

বন্ধুর সাহায্যে লটারিতে জয়, সবজি বিক্রেতার হাতে ১১ কোটি টাকা (Lottery)

জানা যায় লটারি (Lottery) জিতে যাওয়া ব্যক্তির নাম অমিত সেহর। তিনি পাঞ্জাবের একটি দোকান থেকে লটারি কেটেছিলেন। আর তার পরই ভাগ্য খুলে যায় সেই ব্যক্তির। পাঞ্জাব স্টেট লটারি দিওয়ালি বাম্পার উপলক্ষে অমিত সেহরা জিতেছেন ১১ কোটি টাকা।

অমিত নিজেই রাজস্থানের জয়পুরের বাসিন্দা। তিনি এতগুলো টাকা জেতে ঈশ্বরকে বারবার ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন, এতদিন পর্যন্ত ঠেলাগাড়িতে করে সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। আচমকাই তার ভাগ্য খুলে গিয়েছে। এই লটারির টাকা জিতে তিনি বলেছেন ভগবান তাকে ‘ছপ্পর ফার কে’ দিয়েছেন।

Lottery vegetable seller wins friend's help gets Tk 11 crore

আরও পড়ুন: ‘নক্ষত্র পতণ’ ধর্মেন্দ্রর বিদায়ে করণ জোহরের সমাজ মাধ্যমে আবেগময় পোস্ট, নীরব দেওল পরিবার

এছাড়াও তিনি জানান তিনি পাঞ্জাবে গিয়ে দুটি টিকিট কেটে ছিলেন। একটি নিজের জন্য এবং অপরটি স্ত্রীর জন্য। প্রিরকাটা লটারি থেকেও বেশ কিছু টাকা জিতেছে। তবে অমিত নিজে জিতেছে ১১ কোটি টাকা। এই বিষয় তিনি জানেন এক নিমিষে তার সমস্ত কষ্ট দূর হয়ে গিয়েছে। পাশাপাশি তিনি বলেন এই টাকা দিয়ে সন্তানদের পড়াশোনার খরচ চালাবেন। এছাড়াও একটি বাড়ি তৈরির কথা প্রকাশ করেছেন তিনি।

একই সঙ্গে তিনি যে বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন তাকেও তিনি সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি বলেছেন জিতে যাওয়া টাকার থেকে বন্ধু মুকেশকে এক কোটি টাকা দেবেন। তবে লটারির (Lottery) টাকা জিতে দুই সন্তানের পড়াশোনার জন্য সবার আগে টাকা রাখার কথা ভেবেছেন অমিত সেহর।