২টি জরুরি ইস্যু! SIR নিয়ে উত্তপ্ত আবহেই মুখ্য নির্বাচন কমিশনারকে ফের চিঠি ‘ক্ষুব্ধ’ মমতার

Published on:

Published on:

Mamata Banerjee Writes Fresh Letter to CEC Over SIR Crisis
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে SIR প্রক্রিয়া ঘিরে তৈরি হওয়া চাপ, বিশৃঙ্খলা ও অভিযোগের পর ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দিন কয়েক আগেই তিনি সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে SIR স্থগিতের আবেদন করেছিলেন। এবার নতুন করে আবারও দু’টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জরুরি চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) কী লিখেছেন চিঠিতে?

চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিযোগ তুলে বলেছেন যে রাজ্যের CEO চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটরদের দিয়ে কাজ করানো যাবে না বলা হয়েছ। বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের দিয়েও কাজ না করানোর কথা বলা হয়েছে। অথচ একই সময়ে CEO-র অফিস থেকেই ১০০০ ডেটা এন্ট্রি অপারেটর এবং ৫০ জন সফ্টওয়্যার ডেভেলপার নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এই দ্বৈত সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, “ইতিমধ্যেই জেলায় এই কাজ চলছে। নতুন করে কী প্রয়োজন পড়ল? বাইরের এজেন্সিকে দিয়ে এক বছরের জন্য একই কাজ করানোর উদ্যোগ কেন?” এমনটাই জানতে চেয়েছেন তিনি।

এর আগে SIR স্থগিতের আবেদনে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) মুখ্য নির্বাচন কমিশনারকে লিখেছিলেন “দয়া করে চলমান প্রক্রিয়া স্থগিত করতে হস্তক্ষেপ করুন। দমনমূলক পদক্ষেপ বন্ধ হোক। যথাযথ প্রশিক্ষণ, সহায়তা দেওয়া হোক। বর্তমান পদ্ধতি ও সময়সীমা পুনর্বিবেচনা প্রয়োজন।” তিনি আশা প্রকাশ করেছিলেন যে, নির্বাচন কমিশন দ্রুত পদক্ষেপ নেবে।

উল্লেখ্য, SIR শুরু হওয়ার পর থেকেই অভিযোগ উঠেছে কাজের চাপে একাধিক BLO-র মৃত্যু নিয়ে। বহু BLO অসুস্থ হয়ে পড়ছেন বলেও দাবি করেছেন তাঁদের পরিবার। এই পরিস্থিতিকে সামনে রেখে তিন পাতার চিঠিতে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আরও লিখেছেন যে, “SIR-কে ঘিরে পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে গেছে। ট্রেনিংয়ে বড় ত্রুটি রয়েছে। বাধ্যতামূলক নথি নিয়ে স্বচ্ছতার অভাব রয়েছে। এমন প্রবল চাপে থেকেও BLO-রা সীমার ঊর্ধ্বে উঠে কাজ করছেন। আমি তাঁদের কুর্নিশ জানাই।”

Mamata Banerjee Writes Fresh Letter to CEC Over SIR Crisis

আরও পড়ুনঃ “ইন্টারনাল ব্লিডিং-এর আশঙ্কা”, বাথরুমে পা পিছলে গুরুতর আহত কুণাল ঘোষ, মঙ্গলবার অস্ত্রোপচার

এছাড়া মমতা (Mamata Banerjee) গুরুতর উদ্বেগ প্রকাশ করে উল্লেখ করেছেন জলপাইগুড়ির মালবাজারে এক অঙ্গনওয়াড়ি কর্মী, যিনি BLO-র দায়িত্বে ছিলেন, SIR-সংক্রান্ত চাপে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সব মিলিয়ে, মুখ্যমন্ত্রীর নতুন চিঠি আরও একবার SIR প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলল এবং রাজ্য ও নির্বাচন কমিশন সংঘাতকে আরও তীব্র করল।