বাংলা হান্ট ডেস্ক: নভেম্বরের প্রথম দিকে ভালো ব্যাটিং শুরু করলেও শীতের প্রভাব ফিকে হয়েছে গত কয়েকদিনে। তাপমাত্রা কিছুটা বেড়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আবহাওয়া দপ্তর বলছে, আর কিছুদিন পরই ঝোড়ো ব্যাটিং শুরু করবে শীত। তার আগে আগামী ৩-৪দিনে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও ৩-৪ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস। তবে পাকাপাকি শীত এখনই নয়।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
আগামী ২-৩ দিনে কলকাতায় তাপমাত্রা ১৭ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। পশ্চিমের জেলাগুলিতে সামান্য ১-২ ডিগ্রি আরও নামবে পারদ। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের জেরে তাপমাত্রা একেবারে নামছে না। দক্ষিণ আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে। যা গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।
যদিও ঘূর্ণিঝড় তৈরি হলে তার প্রভাব বাংলায় পড়বে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে এর প্রভাবে শীত আসতে দেরি হচ্ছে। দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। আগে বলা হয়েছিল তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এবার জানা যাচ্ছে মঙ্গলবারের মধ্যে ২ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে।
কুয়াশার দাপটও বাড়বে। কুয়াশা থাকবে প্রায় সব জেলাতেই। সকালের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অধিক কুয়াশা লক্ষ্য করা যাবে। উপকূলের জেলাগুলিতে কুয়াশা ভোগাবে। পশ্চিমের জেলাগুলিতে ১৪–১৫ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা। সকাল ও রাতের দিকে ঠান্ডার অনুভূতি বাড়বে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত তাপমাত্রা একটু কমলেও ডিসেম্বরের আগে পাকাপাকি শীত আসবে না।

আরও পড়ুন: তালিকা প্রকাশ কমিশনের, তাতেই ঘুম উড়ল কয়েকশো চাকরিপ্রার্থীর! কিসের তালিকা সামনে আনল SSC?
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে বইছে শীতল হাওয়া। দিনের বেলায় রোদের দেখা মিললেও সেই রোদের জোর নেই। শীতের আমেজ বেড়েছে গত কয়েক দিনে। সোমবার দার্জিলিঙের কিছু জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি শুষ্ক থাকবে আবহাওয়া। কুয়াশার জেরে ভোর ও রাতের দিকে দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে।












