বাংলা হান্ট ডেস্ক: ৮৯ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র (Dharmendra)। তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। সম্প্রতি তাঁকে হাসপাতালেও ভর্তি করা হয়েছিল। কয়েকদিন আগেই বাড়ি ফেরেন তিনি। এমতাবস্থায়, তাঁর মৃত্যুতে সমগ্র দেশের সর্বস্তরে বিরাজ করছে শোকের আবহ। এদিকে, কিংবদন্তি এই অভিনেতার প্রয়াণে মন খারাপ ক্রিকেট বিশ্বেরও।
ধর্মেন্দ্রর (Dharmendra) প্রয়াণে মন খারাপ কিংবদন্তি ক্রিকেটারদের:
প্রসঙ্গত উল্লেখ্য যে, ধর্মেন্দ্র ৩০০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। তাঁর অভিনীত ‘শোলে’ ছবিটি এখনও পর্যন্ত ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে শক্তিশালী চলচ্চিত্রগুলির মধ্যে অন্যতম একটি হিসেবে বিবেচিত হয়। এমতাবস্থায়, সচিন তেন্ডুলকার থেকে শুরু করে যুবরাজ সিং, হরভজন সিং, বিরাট কোহলি সহ সুরেশ রায়নার মতো ভারতীয় ক্রিকেটাররা এই বর্ষীয়ান অভিনেতার প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন।
ভারতকে ২ টি বিশ্বকাপ জয় এনে দেওয়া যুবরাজ সিং ধর্মেন্দ্রর মৃত্যুতে লিখেছেন, ‘প্রত্যেক পরিবারেরই ধর্মেন্দ্রর একটি প্রিয় সিনেমা রয়েছে। তিনি আমাদের বড় হওয়ার এবং ভারতীয় সিনেমার সেরা দিনগুলির অংশ ছিলেন। তিনি প্রতিটি চরিত্রে শক্তি, আকর্ষণ এবং সততা এনেছিলেন এবং যেখানেই গিয়েছেন সেখানেই পাঞ্জাবি হৃদয়কে সাথে করে নিয়ে গেছেন। ধর্মেন্দ্রর প্রতীকী ভাবমূর্তির নেপথ্যে ছিল একজন নম্র, সরল এবং মানবিক আত্মা। তাঁর উত্তরাধিকার লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে বেঁচে থাকবে।’
Every home had a favourite Dharmendra film. He was a part of our growing up and of Indian cinema’s finest years.
He brought strength, charm and honesty to every role, and carried Punjab’s warmth wherever he went.
Behind the fame was a humble, grounded and deeply human soul.… pic.twitter.com/116K0XHuP5
— Yuvraj Singh (@YUVSTRONG12) November 24, 2025
এদিকে, ভারতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় বিরাট কোহলি ধর্মেন্দ্রর মৃত্যুতে শোক প্রকাশ করে জানিয়েছেন, “আজ আমরা ভারতীয় সিনেমার একজন কিংবদন্তিকে হারালাম। যিনি তাঁর আকর্ষণ এবং প্রতিভার মাধ্যমে হৃদয় জয় করেছিলেন। তিনি একজন সত্যিকারের আইকন। তাঁকে যাঁরা দেখেছেন তাঁদের সবাইকে অনুপ্রাণিত করেছেন। ঈশ্বর এই কঠিন সময়ে পরিবারকে শক্তি দিন। সমগ্র পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।”
Today, we have lost a legend of Indian cinema who captivated hearts with his charm and his talent. A true icon who inspired everyone who watched him. May the family find strength in this tough time. My sincere condolences to the whole family. 🙏🙏
— Virat Kohli (@imVkohli) November 24, 2025
ধর্মেন্দ্রর মৃত্যুতে আবেগপ্রবণ হয়ে ক্রিকেটের ঈশ্বর সচিন একটি দীর্ঘ পোস্টে জানান, “অন্য অনেকের মতো আমিও ধর্মেন্দ্রজিকে পছন্দ করতাম। তিনি এমন অভিনেতা যাঁর বহুমুখী প্রতিভা আমাদের আনন্দ দিয়েছে। যখন আমি তার সঙ্গে দেখা করতাম তখন সেই অন-স্ক্রিন বন্ধন আরও শক্তিশালী হয়ে উঠত। তিনি আমাকে সবসময় বলতেন, ‘তোমাকে দেখি আমার ১ কেজি রক্ত বেড়ে যায়।’ এটি একটি সহজাত অনুভূতি। যা তাঁর চারপাশে থাকা সবাইকে স্পেশাল করে তুলতো। তিনি যে ধরণের মানুষ ছিলেন তাতে তাঁর ভক্ত না হওয়া অসম্ভব ছিল। আজ তাঁর প্রানে আমার হৃদয় ভারাক্রান্ত। আমি যেন ১০ কেজি রক্ত হারিয়েছি। আপনাকে মিস করবো।”
I, like many others, took an instant liking to Dharmendra ji, the actor, who entertained us with his versatility. That on-screen bond became stronger off-screen when I met him.
His energy was incredibly infectious, and he would always tell me, “Tumko dekhkar ek kilo khoon badh… pic.twitter.com/A8CmgR9WkW
— Sachin Tendulkar (@sachin_rt) November 24, 2025
ভারতের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং ধর্মেন্দ্র সম্পর্কে পোস্ট করেছেন, ‘ধর্মেন্দ্রজির প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। তিনি এমন একজন আইকন যাঁর করুণা, স্বতঃস্ফূর্ততা এবং প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই মনোমুগ্ধকর মনোভাব ভারতীয় চলচ্চিত্রে গভীর প্রভাব ফেলেছে। তিনি লক্ষ লক্ষ হৃদয় স্পর্শ করেছেন এবং প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। তাঁর সিনেমা এবং তাঁর হাসি আমাদের স্মৃতিতে চিরকাল বেঁচে থাকবে।’
Heartfelt tribute to Dharmendra Ji — a timeless icon whose grace, strength, and unparalleled charm have left an everlasting mark on Indian cinema. From his powerful performances to his warmth both on and off screen, he touched countless hearts and inspired generations.
His films,… pic.twitter.com/pfgQlDkQsE— Harbhajan Turbanator (@harbhajan_singh) November 24, 2025
Dharamendra ji was not just a superstar—he was emotion, charm, and the soul of an entire generation of cinema. Thank you for the memories you gave us. Rest in peace, He-Man of Bollywood. Om Shanti. 🕊️ pic.twitter.com/K4RFKwRvs7
— Suresh Raina🇮🇳 (@ImRaina) November 24, 2025
আরও পড়ুন: প্রথম ব্লাইন্ড ওমেন্স T20 বিশ্বকাপেই চ্যাম্পিয়ন! ভারতের মেয়েদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
পাশাপাশি, সুরেশ রায়না জানিয়েছেন, ‘ধর্মেন্দ্রজি কেবল একজন সুপারস্টার ছিলেন না, তিনি ছিলেন আবেগ আকর্ষণ এবং চলচ্চিত্রের পুরো প্রজন্মের আত্মা। তিনি আমাদের যে স্মৃতি দিয়েছেন তাঁর জন্য ধন্যবাদ। শান্তিতে থাকুন, বলিউডের হি-ম্যান, ওম শান্তি’।












